মানব জীবনে কিছু দাগ থাকে অমোচনীয়, হৃদয়ে বসে যায় আজীবনের মতো। হাজার চাইলেও ধুয়ে ফেলা যায় না, পুরাকালের জেট গুড়া পাউডার বা ৫৭০ কাপড় কাঁচার সাবান অথবা হালের সার্ফ এক্সেল, যা দিয়েই দাগ উঠানোর চেষ্ঠা করুন না কেন, যাবে না। দগদগে ঘা এর মতো জ্বলতে থাকে এই ‘অমোচনীয় দাগ’। দাম্পত্য অশান্তি, নিপিড়ন ও মানসিক যন্ত্রনা হলো সেই রকমের দাগ, যা কেবলমাত্র ভুক্তভোগিরা জানেন। সময়ের সাথে সাথে দাগ একটু ফিকে হয় হয়তো, কিছু মুছে যায় না। ধর্মীয় ভাবে অমোচনীয় দাগ মোচনীয় করার বিধান থাকলেও তথাকথিত ভঙ্গুর সমাজ বৈধ বিষয়টাকে সামাজিক ট্যাবু বানিয়ে ফেলেছে। ভ্রান্তব্যাখ্যা দিয়ে দুর্বিসহ নরক করে ফেলেছে কিছু মানুষের জীবন। অথচ এই সমাজই আবার ঘুষ বা ব্যাভিচারকে বৈধতা দিয়ে ফেলেছে যার বৈধতা ধর্মবা নৈতিকতা কোথাও নেই। ইদানিং কালে হরহামেশা ঘটতে থাকা কিছু দাম্পত্য সমস্যা নিয়ে এই বইয়ের গল্পগুলো বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পটভূমিতে লেখা হলেও সমস্যাগুলো পৃথিবীর সব দেশে সব জাতিতেই প্রকট। যার সমাধানকোন জাদুর কাঠির ছোয়ায় হয় না,মেনে নিতে হয়, ভুলে যেতে হয়, ছাড় দিতে হয় নতুবা ছেড়ে দিতে হয়। দাম্পত্য সমস্যা নিয়ে দশটি মনস্তাত্ত্বিক বিশ্লেষণমূলক গল্প স্থান পেয়েছে এই‘অমোচনীয়দাগ’ বইতে, যা প্রতিটি বিবাহিত মানুষ তো অবশ্যই পাশাপাশি যারা আগামীতে বিয়ে করতে আগ্রহী তারা পড়লেও উপকৃত হবেন বলে আশা রাখি।
শায়লা জাবীন জন্মেছেন শ্রাবণ মাসের এক বৃষ্টিঝরা দিনে....। সারাজীবন মানুষ হবার সাধ, মেয়ে না, ছেলে তো নয়ই। বেড়ে ওঠা ও শিক্ষাজীবন ঢাকায়, স্কুল কলেজ পেরিয়ে গার্হস্থ্য অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স শেষ করার পর ২০০৭ এ পাড়ি জমান অস্ট্রেলিয়াতে, বর্তমানে স্থায়ী ভাবে বসবাস করেন মেলবোর্ন এ। কর্মজীবন শুরু করেন ডিসএবল প্যারেন্টসদের কাউন্সেলিং এর মাধ্যমে এরপর কাজ করেছেন মেলবোর্ন এর সাউথ ইস্ট এ মহিলাদের মানসিক স্বাস্থ্য নিয়ে। খন্ডকালীন কাজ করেছেন ভোক্তার অধিকার ও অভিযোগ নিরসনে এবং মাইগ্রান্ট পিপলদের টিউটর হিসেবে। পরবর্তীতে পূর্ণকালীন যোগদান করেছেন অস্ট্রেলিয়ান ফেডারেল সরকারের NDIS এ এবং বর্তমানে কর্মরত আছেন Australian Taxation Office তে। এছাড়াও জড়িত আছেন বেশ কিছু সমাজ কল্যাণমূলক কাজে। লেখালেখি করেন ছোট বেলা থেকে যা মূলত নেশা, কিন্তু কখনো ভাবেননি নিজের বই বের হবে। বন্ধুবান্ধব সহ শুভাকাঙ্খীদের আগ্রহে লেখাগুলো ছাপার অক্ষরে প্রকাশ। বর্তমানে বেশিরভাগ লেখা ছাপা হয় জনপ্রিয় নিউজপোর্টাল জাগোনিউজ২৪ এবং প্রথম আলোতে। ফেসবুকের সাহিত্যবিষয়ক জনপ্রিয় গ্রুপ গুলোতেও লিখেন নিয়মিত। "নিচতারা" ছাপার অক্ষরে লেখা লেখকের প্রথম উপন্যাস। এটা ছাড়াও লেখকের অন্য দুটি বই এর একটি কবিতার বই "মুষল ধারে বৃষ্টি" এবং অন্যটি দাম্পত্য জীবনের মানসিক টানাপোড়ন নিয়ে লেখা মনস্তাত্তিক গল্পের বই "অমোচনীয় দাগ"। অবসরে বাগান করতে ও বই পড়তে পছন্দ করেন সংগ্রহে আছে ২৫০ এর অধিক গাছ।