নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালীন অভিজ্ঞতার আলোকে মাহবুব তালুকদার এ বইয়ে বাংলাদেশের জাতীয় ও স্থানীয় নির্বাচনের স্বরূপ সন্ধান করেছেন। লেখক তাঁর এ বইটিকে নির্বাচন ও রাজনীতি নিয়ে দেশের নীরব জনগোষ্ঠীর অশ্রুত ভাষা শ্রবণের প্রচেষ্টা বলে উল্লেখ করেছেন। নির্বাচন কমিশনার হিসেবে মাহবুব তালুকদার তাঁর স্বতন্ত্র অবস্থান এবং স্পষ্টবাদী ভূমিকার জন্য দেশবাসীর মনোযোগ আকর্ষণ করেছিলেন। তাঁর সেই দায়িত্ব পালনকালীন অভিজ্ঞতার আলোকে সব নির্বাচন ব্যবস্থা সম্পর্কে একটি বিশদ তথ্যনিষ্ঠ বিবরণ এই বই ভবিষ্যতেও একটি মূল্যবান দলিল হিসেবে গণ্য হবে। নির্বাচন প্রক্রিয়া, নির্বাচন ব্যবস্থাপনা এবং নির্বাচন-সম্পর্কিত তথ্য-উপাত্ত ও জানা-অজানা নানা ঘটনার বর্ণনা বইটিতে আছে। তেমনই নির্বাচনের অংশীজন—জনগণ, সরকার, রাজনৈতিক দল, সুশীল সমাজ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া, দেশি-বিদেশি নির্বাচন পর্যবেক্ষক, সর্বোপরি ভোটারদের ভূমিকাও এতে উঠে এসেছে। সেই সঙ্গে নির্বাচনে প্রত্যক্ষভাবে যুক্ত রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, পোলিং এজেন্ট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচনকালে দায়িত্ব পালনকারী সেনাবাহিনী, প্রত্যেকের ভূমিকার বিশদ বিবরণও এ বইয়ের উপজীব্য। কেবল নির্বাচনের মধ্যেও এর পরিসর সীমিত থাকেনি। নির্বাচনের পরোক্ষ প্রতিক্রিয়ায় সমগ্র দেশ ও জাতির মনোভাবের প্রতিফলন ঘটেছে এখানে। লেখকের ভাষায় এ বই নির্বাচন ও রাজনীতি নিয়ে আপামর দেশবাসীর অশ্রুত ভাষা শ্রবণের প্রচেষ্টা।
Mahbub Talukdar- জন্ম ১লা জানুয়ারি ১৯৪১। কর্মজীবনের প্রারম্ভে দৈনিক ইত্তেফাক-এ সাংবাদিকতা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় নিয়োজিত থাকলেও মুক্তিযুদ্ধে অংশগ্রহণকালে তিনি মুজিবনগর সরকারে যোগদান করেন। পরবর্তীতে বাংলাদেশের প্রথম চারজন রাষ্ট্রপতির অধীনে তিনি সরকারি দায়িত্ব পালনের সুযোগ পান এবং বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থায় কাজ করেন। ১৯৯৯ সালে তিনি সরকারি চাকরি থেকে অবসর নিয়েছেন। মাহবুব তালুকদারের বইয়ের সংখ্যা ৪১। তাঁর উল্লেখযোগ্য গল্পগ্রন্থগুলো হচ্ছে : মূর্ত ও বিমূর্ত, প্রকাশ্য গোপন, স্বপ্ন জড়ানো মানুষ, ইতির ইতিকথা, অরূপ তোমার বাণী।