‘নিতান্তই সহজ সরল’ গল্পকার, প্রাবন্ধিক ও কবি মনিরুস সালেহীনের জার্নালধর্মী লেখার তৃতীয় সংকলন। লেখার বিষয় দিগন্তপ্রসারী। সমুদ্রের বেলাভূমিতে ঝিনুক কুড়ানোর মতো জীবনের বহুবর্ণিল টুকরো টুকরো ছবি ভাসে এসব লেখায়। প্রকৃতির লেজ নাড়া দোয়েল, রমনাপার্কের গেটের ফলবিক্রেতা কিংবা হারিয়ে যাওয়া নিশিকুটুম্ব থেকে গ্রিসের হেলেন অব ট্রয়, আয়ারল্যান্ডের লিও করকোরান, কখনো আটলান্টিকের তিমির সাঁতার, কখনো পিরামিডের বিস্ময়Ñকত কিছুই সহজসাবলীলতায় ওঠে আসে তাঁর সুখপাঠ্য গদ্যে। হয়তো যা সাধারণ, নিতান্তই সহজ ও সরল, তা-ই তিনি দেখেন দার্শনিকের চোখে। দূর আকাশে ওড়া পেঙ্গুইনের পালকের তলে লুকানো দ্যুতিময় তাঁর চোখ। ফলে সাধারণ বিষয় তাঁর লেখায় উদ্ভাসিত হয় অসাধারণ ঔজ্জ্বল্যে। তাঁর লেখার গতিস্পন্দন সহজাত। পাহাড়ি ঝর্ণার মতো সানন্দে নাচে স্ফ‚র্তি ছড়িয়ে। তত্বের কচকচানি নেই তাঁর লেখায়। তথ্য পরিবেশন করেন কিন্তু ভারাক্রান্ত করেন না। মনিরুস সালেহীনের লেখার শিল্প খাপ খোলা তলোয়ারের মতো পাঠকের রুদ্ধ চেতনার দুয়ার কেটে চোখের সামনে তুলে ধরবে নতুন ভোরের আলো, যে আলো মননশীল মানুষের ভেতরে বাহিরে যোগান দিবে অনুসন্ধিৎসু দৃষ্টি বিনির্মাণের শক্তি।