মাহফুজা আক্তারের দ্বিতীয় কবিতার বই ‘এবং আমি’। তিনি একজন বাস্তববাদি, কিন্তু ভীষণ স্বপ্নালু, আবেগী, মানবতাবাদী একজন মানুষ। ভালোবাসেন প্রিয় মাতৃভ‚মিকে, বন্ধুসহ পৃথিবীর সব মানুষকে। তিনি ভালোবাসায় বিশ্বাসী একজন মানুষ। ভালোবাসেন ও সম্মান করেন প্রতিটি সম্পর্ককে। প্রকৃতিকে ভীষণ অনুবভ করেন নিজস্ব সত্ত¡ায়। এই বই তার মনের চিন্তার প্রতিফলন। তিনি যা বিশ্বাস করেন, ভালোবাসেন, ধারন করেন তা তুলে ধরেছেন প্রাঞ্জল ভাষায়। তার বইটিতে দেশপ্রেম, মানবিক পারস্পরিক সম্পর্কের ভালোবাসা, প্রকৃতি, কিছু মানবিক মূল্যবোধের অবক্ষয়, মানুষিক বিভিন্ন প্রশ্ন, সর্বোপরি তিনি নিজেকে ভীষণ ভালোবাসেন। তাই কিছু কবিতা আছে আত্মজ ভালোবাসার উপর। আর আছে জাপানি সংক্ষিপ্ত একগুচ্ছ হাইকু কবিতা। ভীষণ আশাবাদী ও বিশ্বাস বইটি আপনাদের কাছে সুখপাঠ্য হবে। সর্বশেষ একটি কথা বলে শেষ করছিÑ‘নিজেকে আগে বেশি বেশি আরো বেশি ভালোবাসুন। নিজের মূল্যায়ন করুন, দেখবেন আপনিই আপনার পাশের মানুষটিকে আগের চাইতে অনেক বেশি ভালোবাসছেন অনেক ভালো রাখছেন। পৃথিবীটা আগের চাইতে অনেক বেশী সুন্দর লাগবে আপনার কাছে। সবাইকে অনেক ভালোবাসা ও শুভকামনা।’