চোখের আলোয় দেখেছিলেম একজন প্রবাসীর ‘পাখির চোখে দেখা’ যুক্তরাজ্য। ২০১৭ থেকে ২০২১- এই চার বছর যুক্তরাজ্যে প্রবাস যাপনকালে যে বিষয়গুলো লেখকের বাঙালি-মনকে নাড়া দিয়েছে সেগুলোকে তিনি ডায়েরির মতো করে লিপিবদ্ধ করেছেন। বিশ্বের প্রধানতম আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের কেন্দ্রবিন্দু লন্ডন নগরী ছিলো লেখকের কর্মস্থল। সেই নগরীর কিছু স্মৃতি ও অভিজ্ঞতা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই বইয়ে। লন্ডনের অসংখ্য পার্ক, মিউজিয়াম, আর্ট গ্যালারি, পাতাল রেল, টেইম্স নদী, করোনাকালের বীভিষিকা ইত্যাদি নিয়েোও রয়েছে অনেক লেখা। মহানগরীর কোলাহল থেকে মুক্তি পেতে লেখক মাঝেমাঝে যুক্তরাজ্যের নানা প্রান্তে বেড়াতে গিয়েছেন, গিয়েছেন সুদূর স্কটল্যান্ড। ইংরেজি ভাষা ও সাহিত্যের শ্রেষ্ঠ কবি উইলেয়াম শেক্সপিয়ারের জন্মস্থান দেখতে গিয়েছেন, গিয়েছেন লেইক ডিস্ট্রিক্ট - কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ‘ডাভ কটেজ’ দেখতে। এসব বিষয় নিয়ে ভ্রমনকাহিনীর মতো কিছু লেখাও রয়েছে। একদা লুটেরা ইংরেজ জাতি তাদের আত্মমর্যাদাবোধ, সংবেদনশীলতা, শৃঙ্খলা, সময়ানুবর্তিতা এবং প্রখর কর্তব্যবোধের কারণে জাতি হিসেবে আজ বিশ্বের দরবারে শ্রেষ্ঠত্বের আসন লাভ করেছে। কেবল গুনকীর্তন নয়, লেখার ফাঁকে ফাঁকে লেখক দেখাতে চেয়েছেন তাদের সাথে আমাদের দৃষ্টিভঙ্গির কতটা তফাত।