"বিভূতিভূষণ রচনাবলি -১০খণ্ড একত্রে" বইটির প্রকাশকের কথা থেকে নেয়াঃ এ যাবৎ প্রাপ্ত রচনাসমূহ প্রকাশ-ক্রমানুসারে দশ খণ্ডে সন্নিবেশিত হয়ে ঐতিহ্য বিভূতিভূষণ-রচনাবলি প্রকাশিত হল। কলকাতার মিত্র ও ঘােষ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড প্রকাশিত বিভূতি রচনাবলী (দ্বাদশ খণ্ড) এবং জন্মশতবার্ষিকী সংস্করণ বিভূতি রচনাবলীর পাঠ (text) ও তথ্যাবলি গৃহীত হলেও, খণ্ডের বিষয়বিভাজন অনুসরণ করা গেল না। মিত্র ও ঘােষ প্রকাশিত বিভূতি রচনাবলী এবং জন্মশতবার্ষিকী সংস্করণের পাঠ বিবেচনায় যেখানে স্ববিরােধিতা কিংবা পুনরাবৃত্তি লক্ষ করা গেছে, বর্তমান রচনাবলিতে তা যথাসম্ভব সংশােধন করা হয়েছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখিত পত্ৰসমূহ জন্মশতবার্ষিকী সংস্করণের বিভিন্ন খণ্ডে অন্তর্ভুক্ত হয়ে আছে ; ঐতিহ্য বিভূতিভূষণ-রচনাবলিতে তাঁর সকল পত্র দশম খণ্ডে ‘পত্রাবলি’ শিরােনামায় সন্নিবেশিত হয়েছে। পত্রে উল্লেখিত অধিকাংশ ব্যক্তি-স্থান এবং ঘটনার প্রাসঙ্গিক ও প্রয়ােজনীয় তথ্য পুনরাবৃত্তি এড়িয়ে পত্র-পাদটীকায় সংকলন করে দেওয়া হল। প্রতিটি খণ্ডের শেষে যুক্ত হয়েছে ‘বিভূতিভূষণের উল্লেখযােগ্য জীবনপঞ্জি এবং বিভূতিভূষণ-রচনাবলির সম্পূর্ণ খণ্ডসূচি'। জন্মশতবার্ষিকী সংস্করণ বিভূতি রচনাবলীর বেশ কিছু বানান, সম্পাদনা পরিষদ আধুনিক রীতি অনুসারে পরিবর্তন করেছেন। অনুরূপ পরিমার্জনার ক্ষেত্রে আমরা যৌক্তিকভাবে ধারাবাহিকতা রক্ষা করেছি। বানান পরিমার্জনার প্রশ্নে আমাদের প্রধান মানদণ্ড হল : বাংলা একাডেমী ঢাকার প্রমিত বাংলা বানানের নিয়ম ও বাংলা বানান-অভিধান। এ ছাড়াও পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি গৃহীত বাংলা বানানবিধি এবং কলকাতা সংসদ বানান অভিধান-এর বানানরীতিও বিভূতিভূষণ-রচনাবলির কোনাে কোনাে ক্ষেত্রে অনুসৃত হয়েছে। তবে উপন্যাস-গল্প-প্রবন্ধ ও চরিত্ৰনামের আদি বানান বর্তমান রচনাবলিতে অপরিবর্তিত রাখা হল।
বাংলা সাহিত্যের অন্যতম পথিকৃৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বেশ কিছু কালজয়ী উপন্যাস রচনার মাধ্যমে জয় করে নিয়েছেন বাংলা ভাষাভাষী পাঠকদের হৃদয়। শুধু উপন্যাসই নয়, এর পাশাপাশি তিনি রচনা করেছেন বিভিন্ন ছোটগল্প, ভ্রমণকাহিনী, দিনলিপি ইত্যাদি। প্রখ্যাত এই সাহিত্যিক ১৮৯৪ সালের ১২ সেপ্টেম্বর ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগণা জেলায় জন্মগ্রহণ করেন, তবে তাঁর পৈতৃক নিবাস ছিল যশোর জেলায়। অত্যন্ত মেধাবী ছাত্র হিসেবে তিনি শিক্ষাজীবন অতিবাহিত করেন, যার প্রমাণ পাওয়া যায় তাঁর প্রথম বিভাগে এনট্রান্স ও আইএ পাশ করার মাধ্যমে। এমনকি তিনি কলকাতার রিপন কলেজ থেকে ডিস্টিংশনসহ বিএ পাশ করেন। সাহিত্য রচনার পাশাপশি তিনি শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন অতিবাহিত করেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর বই সমূহ এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো 'পথের পাঁচালী', যা দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে বিভিন্ন ভাষায় অনূদিত হওয়ার মাধ্যমে। এই উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করে প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায় অর্জন করেছেন অশেষ সম্মাননা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর বই এর মধ্যে আরো উল্লেখযোগ্য কয়েকটি হলো 'আরণ্যক', 'অপরাজিত', 'ইছামতি', 'আদর্শ হিন্দু হোটেল', 'দেবযান' ইত্যাদি উপন্যাস, এবং 'মৌরীফুল', 'কিন্নর দল', 'মেঘমল্লার' ইত্যাদি গল্পসংকলন। ১০ খণ্ডে সমাপ্ত ‘বিভূতি রচনাবলী’ হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর বই সমগ্র, যেখানে প্রায় সাড়ে ছ’হাজার পৃষ্ঠায় স্থান পেয়েছে তার যাবতীয় রচনাবলী। খ্যাতিমান এই সাহিত্যিক ১৯৫০ সালের ১ নভেম্বর বিহারের ঘাটশিলায় মৃত্যুবরণ করেন। সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি মরণোত্তর 'রবীন্দ্র পুরস্কারে' ভূষিত হন।