বাংলাদেশের সঙ্গে আরব বিশ্বের বিশেষ করে সৌদি আরবের প্রাচীন থেকে বর্তমানকালে গভীর সম্পর্ক বিদ্যমান। শুরুতে বাণিজ্য ও ধর্ম এ সম্পর্ক নিয়ন্ত্রণ করলেও বর্তমানে এ সম্পর্কের বহুমুখী দিক রয়েছে। আবার রাজনীতির পরিপ্রেক্ষিতে সম্পর্কের টানাপোড়েন, কখনো গভীরতাও দেখা যাচ্ছে। মুক্তিযুদ্ধে সৌদি আরবের বাংলাদেশের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি, বঙ্গবন্ধু আমলে বৈরিতা কাটিয়ে বাংলাদেশ-সৌদি আরব সম্পর্ক ধারাবাহিক উন্নতির দিকে যাচ্ছে। বাংলাদেশ-সৌদি আরব সম্পর্ক ১৯৭১ - ১৯৮১ গ্রন্থের ৭টি অধ্যায়ের দু'দেশের সম্পর্কের প্রেক্ষাপট, যোগাযোগের সূত্র, মুক্তিযুদ্ধে সৌদি আরবের ভূমিকা, ১৯৭১-১৯৮১ পর্যন্ত রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সম্পর্ক জানা যাবে। জানা যাবে কিভাবে বৈরী সম্পর্ক ক্রমান্বয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে উপনীত হয়েছে। দেশ-বিদেশের বিভিন্ন উৎসের আলোকে প্রথমবারের মতো গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, অধ্যাপক ড. এ. কে. এম. গোলাম রব্বানী নির্মূহ ও বিশ্লেষণের মাধ্যমে বাংলাদেশের প্রথম দশকের দু'দেশের সম্পর্কের রূপরেখা তুলে ধরেছেন। গ্রন্থটি উৎস্যুক পাঠক ও ভবিষ্যতে গবেষকদের নতুন গবেষণায় পথ দেখাবে।
অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক সম্মান, এম.এ.. পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৮৭ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবং ১৯৯০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। কর্মজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রভোস্ট, কলা অনুষদের ডিন, সিনেট সদস্য ছিলেন। তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একাডেমিক কাউন্সিল ও সিনেট সদস্য। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যাল, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ আবুল বরকত জাদুঘর ও সংগ্রহশালা বাংলাদেশের মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের পরিচালকের দায়িত্ব পালন করছেন। গবেষক, প্রাবন্ধিক এবং গ্রন্থ প্রণেতা ড. আবু মো. দেলোয়ার হোসেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। তিনি মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গবেষণাকর্মে নিয়োজিত আছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, বাংলাদেশের সাথে বহির্বিশ্বের সম্পর্ক তাঁর গবেষণার মূল বিষয় ড. আবু মো. দেলোয়ার হোসেন ও তাঁর পরিচালিত সামাজিক সহায়তা উদ্যোগ। (বীরাঙ্গনা সহায়তা কার্যক্রম) বীরাঙ্গনাদের নিয়ে গবেষণা, তাঁদের পুনর্বাসন, রাষ্ট্রীয় স্বীকৃতিতে অসামান্য অবদান রাখে। তাঁর ব্যক্তিগত উদ্যোগে গড়ে তুলেছেন অপরাজেয় বাংলা ফাউন্ডেশন (মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ি) শিক্ষা ও গবেষণার জন্য স্ত, দেলোয়ার পেয়েছেন সম্মাননা ও পুরস্কার। তিনি শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য রোটারি ক্লাব সম্মাননা ২০০৮ এবং মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় অবদানের জন্য 'বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৪' লাভ করেন। তাঁর লেখা ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা ৩৫টি এবং দেশ-বিদেশে প্রকাশিত গবেষণামূলক প্রবন্ধের সংখ্যা ৫৫টি।