সুদূরপ্রাচীন থেকে এই পৃথিবীতে বহু বিপ্লব সংঘটিত হয়েছে। যার প্রায় প্রতিটি ছিলো কম-বেশি সংঘাতময় ; অস্ত্র কিংবা হাতিয়ার দ্বারা সংঘটিত বিপ্লব। আর ২০০১ সাল থেকে যে শতকের সূচনা হয়েছে তথা একুশ শতক; এই যুগের বিপ্লব হলো বুদ্ধিবৃত্তিক বিপ্লব, যাকে বলা হচ্ছে চতুর্থ শিল্পবিপ্লব। এই বিপ্লবের মূল হাতিয়ার ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিকস', যা মানুষের কর্মে ভাগ বসাচ্ছে, চিন্তায় আঘাত করছে ও নতুন নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। এমন পরিস্থিতিতে তরুণদের কর্তব্য হলো, নিজেকে প্রস্তুত করা। প্রস্তুতির অংশ হিসেবেই প্রয়োজন মুক্তিচিন্তা ও সমস্যা সমাধান, উদ্ভাবনী ও মননশীলতা, যোগাযোগ, নেতৃত্ব, দলগত কাজের দক্ষতা, ঐকান্তিকতা, অধ্যবসায়, তথ্যজ্ঞান, আইসিটি ও ডিজিটাল, বিশ্বাসয়ন ও অভিযোজন ক্ষমতা অর্জন, আবেগীয় বুদ্ধিমত্তা ও নমনীয়তা, মানিয়ে চলার দক্ষতা, সহযোগিতা, সমানুভূতি ও নৈতিক দক্ষতা ইত্যাদি চর্চায় ব্রত হওয়া। গ্রন্থটিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই সফট স্কিলগুলো বিষয়ে তরুণদের সংক্ষিপ্ত ধারণা প্রদানের চেষ্টা করা হয়েছে। সময়ের প্রয়োজনীয় সফট স্কিলস চর্চায় গ্রন্থটি তরুণদের কাজে আসবে বলেই প্রত্যাশা ।