প্রেম শাশ্বত। প্রেম মানব জীবনের অবিচ্ছেদ্য অংশ। প্রেম আর বিরহের মধ্য দিয়ে আমাদের দিনাতিপাত করতে হয়। প্রেমের টানে কেউ ঘর বাঁধে আবার কেউ ঘর ছাড়ে। একই মোড়কে এম ইসলাম মাসুদের তিনটি প্রেমের উপন্যাস জলনদীর মোহনা। এই ত্রয়ী উপন্যাসে লেখক প্রেমকে বিস্তৃত করেছেন নানান চরিত্রের ভেতর থেকে। জলনদীর মোহনার প্রথম উপন্যাস ‘রাহেলার নতুন বাড়ি আমেরিকায়’। এখানে নায়ক প্রবাসী। বাংলাদেশ তার শিকড়। স্বপ্ন আমেরিকায় তার একটি নতুন বাড়ি। ঘটনার পরিক্রমায় এক সময় তার বাড়িও হয়। আমেরিকায় বাড়ি আর দেশে ফেলে যাওয়া অতীত স্মৃতি তাকে তীব্রভাবে টানে। প্রবাস এবং দেশ এ দুইয়ের টানাটানিই হলো ‘রাহেলার নতুন বাড়ি আমেরিকায়’। দ্বিতীয় উপন্যাস মেঘে ঢাকা তারা। বাংলাদেশের আর্থ-সামজিক বাস্তবতায় সমাজে প্রতিষ্ঠিত হতে যে কেউকে নানা ঘাত-প্রতিঘাত উৎরাতে হয়। এখানেও তার ব্যতিক্রম নয়। আর্থ-সামাজিক প্রেক্ষাপটে রচিত এই উপন্যাসের প্রধান চরিত্রে ফুটে ওঠেছে নায়কের প্রেম, সত্য ও সুন্দর সুচারুভাবে। ব্যর্থ হতে হতে এক সময় নায়কের জয় হয়। জয় হয় প্রেমের। জলনদীর মোহনার শেষ উপন্যাস ‘তোমাকে ছুঁয়ে দিলাম’। এর নামকরণই বলে দেয় এটি একটি প্রেমের উপন্যাস। তথাকথিত প্রেম নয়, ব্যতিক্রম এ প্রেমের ঘটনা পাঠকের হৃদয় হরণ করবে। ঘটনা দুর্ঘটনায় জড়িয়ে যায় এ উপন্যাসের নায়ক নায়িকা। এক সময় নায়ক নায়িকার প্রেমে পড়ে। উপন্যাস তিনটি সুখ পাঠ্য। আশা করি গ্রন্থটি পাঠকের মন জয় করবে।