তুই তোকারির কাব্য এর পথ চলা শুরু ২০১৮ এর অমর একুশে বইমেলায়। 'তুই তোকারির কাব্য' একটি কবিতা সংকলন, যেখানে একাধিক কবিদের কবিতা সংযুক্ত করা হয়। মূলত প্রবীণ কবিদের পাশাপাশি নবীন সম্ভাবনাময়ী কবিদের সুযোগ করে দেয়াই তুই-তোকারির কাব্যের মূল উদ্দেশ্য। এই কাব্যগ্রন্থটিতে দেশ এবং দেশের বাহিরে, সমগ্র পৃথিবীব্যাপী বাংলা ভাষাভাষী কবিদের কবিতা স্থান পায়। ২০১৯ সালের অমর একুশে বইমেলায় তুই-তোকারির কাব্য এর দ্বিতীয় সংখ্যা প্রকাশিত হয় এবং ২০২০ সালের অমর একুশে বইমেলায় এর তৃতীয় সংখ্যা প্রকাশিত হয়। কাব্যগ্রন্থটি সম্পাদনা করছেন, কবি মাসুদুর রহমান এবং কবির এইচ জেমস্। উপদেষ্টা সম্পাদক হিসেবে কাব্য সংকলনটিকে সমৃৃদ্ধ করেছেন জাতীয় চলচিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা শহিদুল আলম সাচ্চু এবং বিশিষ্ট কবি জুলফিকার হোসেন তারা। বরাবরই খ্যাতিমান কবি সাহিত্যিক, নাট্য শিল্পী এবং স্বনামধন্য ব্যক্তিত্বের উপস্থিতিতে কাব্যগ্রন্থটির একাধিক প্রকাশনা উৎসব করা হয়। রেডিও ক্যাপিটেল ৯৪.৮ এফ এম এর বইমেলা কেন্দ্রিক অনুষ্ঠান 'অক্ষর'-এ নিয়মিত প্রচারিত হয়ে আসছে তুই তোকারির কাব্য নিয়ে আলোচনা এবং সমালোচনা। এছাড়াও রেডিও ঢোল ৯৪.০ এফ এম এবং বাংলাদেশ বেতার সিলেটে প্রচারিত হয়েছে তুই-তোকারির কাব্য নিয়ে আলোচনা অনুষ্ঠান। অনলাইন প্ল্যাটফর্মে তুই-তোকারির কাব্য নিয়ে ভিডিও আকারে মন্তব্য পেশ করেছেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও নাট্যকার ইমদাদুল হক মিলন, অভিনেত্রী শম্পা রেজা, সাংবাদিক শাহনাজ মুন্নী, ছড়াকার আমিরুল ইসলাম, আর জে এহতেশাম সহ আরও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ। ফেসবুকে তিন হাজারের অধিক মেম্বার নিয়ে তুই তোকারির কাব্য অনলাইন গ্রুপ পরিচালনা করে আসছে। তুই তোকারির কাব্য এর চতুর্থ সংখ্যায় বরাবরের মতো এবারও থাকছেন পৃথিবীব্যাপী ছড়িয়ে থাকা বিভিন্ন দেশের বাঙালি কবি সাহিত্যিকগণ।
মাসুদুর রহমান ১৯৮০ সালে মৌলভীবাজার জেলায় জন্মগ্রহণ করেন। তিনি "তুই-তোকারির কাব্য" সাহিত্য গ্রুপের এর প্রতিষ্ঠাতা সম্পাদক। ভারতের ব্যাঙ্গালোর থেকে প্রকাশিত প্রথম বাংলা পত্রিকা “উত্তরপত্র” ২০০১ সালে নির্বাহী সম্পাদনার মাধ্যমে সাহিত্য জগতে প্রবেশ করেন। তার প্রকাশিত যৌথ কাব্যগ্রন্থ এর মধ্যে পদ্যতালে নগ্ননৃত্য, চন্দ্রবিন্দু যুক্ত ফাঁদ, পকেট ভর্তি বিষাক্ত সরীসৃপ, চারকোলে চারুকলা এবং ঈশ্বরের হাতে একগুচ্ছ পান্ডুলিপি উল্লেখযোগ্য। ২০১৯ অমর একুশে বইমেলায় ‘পোস্টবক্স’ সাহিত্য গ্রুপের উদ্যোগে ‘জার্নিম্যান বুকস’ থেকে প্রকাশিত হয় কবির প্রথম একক কাব্যগ্রন্থ ‘মাসুদুর রহমানের কবিতা’। ২০১৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে নিবন্ধিত শিল্প-সাহিত্যের অলাভজনক প্রতিষ্ঠান ‘ঊনবাঙাল’ প্রকাশ করে বাঙালি কবিদের ইংরেজি কবিতার সংকলন ‘আন্ডার দ্যা ব্লু রুফ’-এর তৃতীয় ভলিউম। চারশ পৃষ্ঠার এই অ্যান্থলজিটিতে দুই বাংলার স্বনামধন্য সব কবিদের পাশাপাশি মাসুদুর রহমানের কবিতাও সংকলিত হয়েছে।