মুখবন্ধ ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলাঞ্চল ইতিহাস ও ঐতিহ্যে সবচেয়ে সমৃদ্ধ অঞ্চল। শুধু এ জেলাতেই নয়, এর সমৃদ্ধি দক্ষিণ-পশ্চিমবঙ্গ ছাপিয়ে সমগ্র বাংলা অঞ্চলে একসময় বিস্তার লাভ করেছিল। কালীগঞ্জ উপজেলাঞ্চল প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ইতিহাস ও লোকসংস্কৃতির এক স্বর্ণখনি হিসেবে আখ্যা দেয়া যায়। এ উপজেলা বর্তমানে ঝিনাইদহ জেলায় দক্ষিণ সীমান্তে এবং যশোর সদর উপজেলার সঙ্গে যুক্ত। এখানকার নদনদী, কৃষিখেত, রাস্তাঘাট, বিল, বাঁওড় এ উপজেলাকে বিশেষ স্বাতন্ত্র দান করেছে। আমরা দু'জন অক্লান্ত পরিশ্রম করে সংগ্রহ করেছি এতে সন্নিবেশিত তথ্যাবলি। এ উপজেলার ঐতিহাসিক তথ্যাবলী তেমন পাওয়া যায় না। যতটুকু তথ্য পাওয়া যায় তা ব্রিটিশ আমলে লিখিত James Westland Gi A Report on the District of Jessore: Its Antiquities Its History and Its Commerce Commerce (1874) (1874 ) এবং উ. Mookherjee'i Notes on the Soil of Bengal (1909), O Malley'i Malley'i Bengal District Gazetteer's Jessore (1912 ) ইত্যাদি গ্রন্থ থেকেই। এসব তথ্যের সঙ্গে জেলা গেজেটিয়ারের তথ্যের সন্নিবেশে বর্তমান অন্যতম গ্রন্থাকারের 'ঝিনাইদহ জেলার ইতিহাস (২০১২) প্রকাশিত হয়েছিল। সে গ্রন্থের অধ্যায়গুলোর কালীগঞ্জ উপজেলা অংশের তথ্যের সঙ্গে আরও সংগৃহীত নতুন তথ্যের সন্নিবেশসহ নতুন কয়েকটি অধ্যায় ও অন্যান্য বহু তথ্যের সন্নিবেশ ঘটিয়ে লিখিত হয়েছে "ইতিহাস ঐতিহ্যে কালীগঞ্জ' গ্রন্থটি। আমরা আশাকরি বারোবাজারের ইতিহাস অনুসন্ধানী পাঠকসহ কালীগঞ্জ উপজেলার সামগ্রিক প্রতিচ্ছবি যারা জানতে আগ্রহী তাদের নিকট এ গ্রন্থখানি আকরগ্রন্থ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। গ্রন্থাকার দু'জনেরই মাতৃভূমি এ উপজেলাতেই। প্রথমজনের বারোবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামে এবং দ্বিতীয়জনের মালিয়াট ইউনিয়নের মাগুরা গ্রামে। তারা তাদের শৈশব-কৈশর ও যৌবনের দিনগুলো এ উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে, এর নদী, প্রকৃতি, মানুষ, সমাজ-সংস্কৃতি, ঐতিহ্য অবলোকন করেছেন মুগ্ধ দৃষ্টিতে। তারই প্রতিফলন এ গ্রন্থের পরতে পরতে ঐতিহাসিকের দৃষ্টিতে প্রতিস্থাপিত হয়েছে। এ গ্রন্থের তথ্য যদি পাঠকের একটু পিপাসা নিবৃত হয় তাহলে গ্রন্থকারদ্বয় তাদের পরিশ্রম সার্থক মনে করবে। নির্ভুল গ্রন্থ উপহার দেয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও যদি এ গ্রন্থে কোনো ভুলত্রুটি পরিলক্ষিত হয় তার জন্য গ্রন্থাকারদ্বয় দায়ী। তার জন্য পাঠকগণ নিশ্চয়ই ক্ষমাসুন্দর দৃষ্টিতে তা দেখবেন বলে বিশ্বাস করি।
ড. অশােক বিশ্বাস ১০ মে ১৯৭১ ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ভূগােল ও পরিবেশবিদ্যা বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ থেকে Impact of Poverty Alleviation Programs on Environment: A Study of Jessore District বিষয়ের ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশের ইতিহাস, ভূগােল ও পরিবেশবিদ্যা, বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস, নৃবিজ্ঞান, বাঙালির লােকসংস্কৃতি, প্রত্নতত্ত্ব ইত্যাকার বহুমাত্রিক বিষয়ে গভীর আগ্রহ নিয়ে অধ্যয়ন করেন। তিনি ২০০১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে যােগদান করেন। বাংলাদেশের ক্ষুদ্র জাতিগােষ্ঠীগুলাের সামাজ-সংস্কৃতি-ভাষা ও তাদের আর্থসামাজিক উন্নয়ন সম্ভাবনা নিয়ে গ্রন্থ ও প্রবন্ধ লেখেন দীর্ঘদিন ধরে। তার প্রকাশিত গ্রন্থ : বাংলাদেশের রাজবংশী; সমাজ ও সংস্কৃতি (বাংলা একাডেমি, ২০০৫), বুনাে (সােসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট, ২০০৮), বাংলা ভাষায়। ভােটবর্মী ভাষার প্রভাব (বাংলা একাডেমি, ২০০৮), বাংলাদেশের নদীকোষ (বেঙ্গল পাবলিকেশনস লিমিটেড, ২০১৫), ঝিনাইদহ জেলার ইতিহাস, মাগুরা জেলার ইতিহাস ইত্যাদি। তিনি দেশ-বিদেশের বিভিন্ন। জার্নালে মাঝে মাঝে লিখে থাকেন।