চিত্রশিল্পী, ও শিল্প-সমালোচক অধ্যাপক মতলুব আলীর সর্বশেষ গবেষণা-গ্রন্থ‘ছবির কবি, কবির ছবি ও শিল্পের রবি’।বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রবীণ বয়সে ঝুঁকেছিলেন চিত্রকলার চর্চায়। তিনি নিয়মিত ছবি এঁকেছেন জীবনের শেষ দশ বছর। বিভিন্ন মাধ্যম ও আকারের ছবির সংখ্যা সমর্থিত তথ্যানুযায়ী আড়াই হাজারের বেশি। কবির এই চিত্রমালা নিয়ে ইউরোপে প্রথম একক প্রদর্শনীর আয়োজন করেছিলেন ত্রিশের দশকে তাঁর অন্যতম শুভানুধ্যায়ী বান্ধবী আর্জেন্টিনার বিশিষ্ট কবি ভিক্টোরিয়া ওকাম্পো। তারই মাধ্যমে স্বশিক্ষিত চিত্রকর কবীন্দ্র রবীন্দ্রনাথের অভিষেক ঘটেছিলো চিত্রশিল্পী হিসেবে। তাঁর এই চিত্রকর্মের নিজস্ব ভুবনকে তীব্র সমালোচনার মুখোমুখি যেমন হতে হয়েছিলো, ঠিক তেমনই জীবদ্দশায় প্রশংসিতও হয়েছেন তিনি। সেসব চিত্র-কর্মকে সাধারণ-অর্থে একজন প্রখ্যাতনামা কবির হাতে সৃজিত চিত্র হিসেবে চিহ্নিত করে প্রচলিত ধারায় আলোকপাত করা হয়েছে, বর্তমান লেখকের প্রেক্ষিত তা থেকে বিশেষ মাত্রায় পৃথক। তাঁর গবেষণা মূলত ‘শিল্পী-রবীন্দ্রনাথ’ রবীন্দ্রনাথের এই ব্যতিক্রমী কর্মাঙ্গনকে এককথায় শিল্পকর্ম-সম্ভার বলে আখ্যায়িত করে তাঁকে অনেকটা ব্যাপক অর্থেই মূল্যায়ন করেছেন গ্রন্থকার। রবীন্দ্রনাথের চিত্রশিল্প-ভুবননিয়ে তাঁর কিছু সুচিন্তিত প্রস্তাবনাও রয়েছে। বাংলাদেশে এবং কলকাতা, ত্রিপুরা ও দিল্লী সহ ভারতের বিভিন্ন স্থানের পত্র-পত্রিকা ও গুরুত্বপূর্ণ প্রকাশনায় গবেষণার অংশবিশেষ প্রকাশিত হয়েছে। একদিকে অজ¯ সাদা-কালো ও রঙিন ছবি এবং অন্যদিকে গ্রন্থকারের স্বচ্ছ-সহজিয়া ব্যাখ্যা-বিশ্লেষণ আর সরল প্রকাশভঙ্গির কারণে একজন পরিপূর্ণ চিত্রশিল্পী রবীন্দ্রনাথের সন্ধান পাওয়া যাবে এ-গ্রন্থে। গ্রন্থটি সকল শ্রেণির পাঠকের কাছেই গ্রহণযোগ্যতা পাবে বলে আমাদের বিশ্বাস।