কবি যখন কবিতা লিখে তখন তার সামনে থাকে দেশ, মানুষ এবং মানবতা। সকল কবির কবিতার বিষয়বস্তু মূলত এক হলেও পার্থক্য থাকে নির্মাণকৌশল এবং প্রকাশের ব্যঞ্জনায়। শব্দ বাছাই, বিন্যাস এবং প্রয়োগকৌশলে ভিন্নতার কারণে লেখার স্বাতন্ত্র এবং স্বকীয়তা বজায় থাকে। কবি মুহাম্মদ মনিরুজ্জামানের কবিতায় তার স্বকীয়তা স্পষ্ট। প্রচলিত ত্রিবৃত্তীয় ছন্দের মধ্যে থেকে দক্ষ কারিগরের মতো শব্দ এবং অলংকারের বন্ধনে নির্মাণ করেন "কবিতার শরীর। তার এই নির্মাণ এতো বিচিত্র যে, তার কবিতা পাঠ করলে কিংবা স্বচক্ষে দেখলে বিস্ময়াভিভূত না হয়ে পারা যায় না। 'ধানমণ্ডি বত্রিশ এক ব্যথার জংশন' কাব্যগ্রন্থটিতে ব্যবহৃত হয়েছে প্রচলিত এবং অপ্রচলিত ১৯টি কাঠামোর কবিতা, যা খুব কমসংখ্যক কবির দ্বারাই সম্ভব। বঙ্গবন্ধুর জীবনচরিত, রাজনৈতিক দর্শন ও আদর্শকে কেন্দ্র করে আপন অক্ষে কবির সমস্ত ভাবনার আবর্তন। গদ্যকবিতা, চতুর্দশপদী, পদ্য, ছড়া, একুশ শব্দের স্তবক, ট্রায়োলেট, লিমেরিক, রুবাই, লতিফা, সিনকেইন, তানকা, টু-লাইনার, ষড়পদী, মজাক্ষরা, অষ্টপদী, লান্দে, হাইকু, ক্লেরিহিউ এবং গীতিকবিতা ইত্যাদির সংমিশ্রণে কাব্যসাহিত্যের এক সমৃদ্ধ সংগ্রহশালা হয়ে ওঠেছে তার এই কাব্যগ্রন্থটি। নতুন লেখকদের ভাবনার জগতকে প্রসারিত করার জন্য এটি একটি অনুকর- ণীয় দৃষ্টান্ত এবং প্রেরণার উৎস হবে বলে আমি মনে করি। আমি কবির সর্বাঙ্গীণ মঙ্গল এবং উত্তরোত্তর সাফল্য কামনা করি। বদরুল হায়দার প্রকাশক, কবিতাচর্চা
মুহাম্মদ মনিরুজ্জামান - কবি, গীতি কবি, ছড়াকার ও সম্পাদক। জন্ম ১৯৭৩ সালের ৩১ অক্টোবর। পিতা- মুহাম্মদ হাফিজ উদ্দিন, মাতা- মালেকা বেগম, গ্রাম- চান্দুয়াইল, পোঃ ও উপজেলা- কলমাকান্দা, জেলা- নেত্রকোণা। বর্তমানে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে এসিস্টেন্ট এডিটর পদে কর্মরত। ব্যক্তিগত জীবনে এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। প্রকাশিত গ্রন্থ: (একক) কামার্ত কামিনী শোকার্ত বকুল (অক্টোবর ২০১৮)। (যৌথ) কাব্যশতদল (অমর একুশে গ্রন্থমেলা ২০১৭), সম্ভার কাব্য সংকলন (অমর একুশে গ্রন্থমেলা ২০১৮), সঞ্চয়ন কবিতা সম্ভার (সেপ্টেম্বর ২০১৮), চয়নিকা কাব্য সংকলন (সেপ্টেম্বর ২০১৮), আলোর মিছিল সাহিত্যপত্র। এছাড়াও জাতীয় সংসদের গ্রন্থাগার বুলেটিন ও লিটল ম্যাগ বাসন্তিকাসহ বিভিন্ন দৈনিক এবং সাপ্তাহিক পত্রিকায় তাঁর লেখা কবিতা প্রকাশিত হয়েছে। ১৭ মার্চ ২০১৮ তারিখে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে সংসদ বাংলাদেশ টিভি নির্মিত ও প্রচারিত অনুষ্ঠান “তোমার তুলনা তুমি"র অনুষ্ঠান ভূমিকাতে কবির লেখা কবিতা স্থান পেয়েছে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত কবি মানবকল্যাণ ও সুস্থ সংস্কৃতি বিকাশে নিরলস কাজ করে যাচ্ছেন। বর্তমানে তিনি 'অনু- প্রাস জাতীয় কবি সংগঠন' কেন্দ্রীয় কমিটিতে গবেষণা ও মূল্যায়ন সম্পাদকের দায়িত্ব পালন করছেন।