সমস্ত প্রশংসা আল্লাহতায়ালার জন্য, যিনি বিশ্ব জাহানের স্রষ্টা এবং প্রতিপালক। অসংখ্য দরুদ ও সালাম বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর প্রতি। বাংলাদেশ কো—অপারেটিভ বুক সোসাইটি লিঃ এদেশের প্রকাশনা জগতে ঐতিহাসিক এবং সমবায় সমিতির মধ্যে একমাত্র প্রকাশনা প্রতিষ্ঠান। দেশের আপামর জনগোষ্ঠির জ্ঞান চর্চার এক নতুন দ্বার উন্মোচনের লক্ষ্য নিয়ে এর যাত্রা শুরু হয়েছিল ১৯৪৯ সালে। যাত্রার শুরু থেকে অদ্যাবধি প্রতিষ্ঠানটি বিভিন্ন খ্যাতিমান লেখক ও মনিষীদের বিভিন্ন বিষয়ের লেখা প্রায় দুইশতাধিক গ্রন্থ ইতোমধ্যেই প্রকাশ করেছে। আগামীতে আরও বিশিষ্ট ব্যক্তিবর্গের বই পুস্তক প্রকাশ করার স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠানটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে নিভৃতে। বর্তমান গ্রন্থখানি সেই লালিত স্বপ্নেরই এক মূল্যবান সংযোজন। গ্রন্থটির লেখক অধ্যাপক শাহেদ আলী— একাধারে এদেশের একজন খ্যাতিমান কথা সাহিত্যিক, প্রাবন্ধিক, লেখক ও গবেষক। তদুপরি তিনি একজন ইসলামি চিন্তাবিদ ও স্বার্থক অনুবাদকও বটে। তাঁর লেখা অনেকগুলো প্রবন্ধ থেকে বাঁছাই করে ‘বুদ্ধির ফসল আত্মার আশিস’এ গ্রন্থটি সংকলন করা হয়েছে। ইসলাম গতানুগতিক কোন ধর্মের নাম নয় বরং একটি পূর্ণাংগ জীবন ব্যবস্থার নাম তিনি তাঁর এই গ্রন্থে তুলে ধরার চেষ্টা করেছেন। আশা করি সাধারণ শিক্ষিত মানুষ এ গ্রন্থটি পাঠ করে উপকৃত হবে— আর তা হলেই সোসাইটির সার্থকতা। গ্রন্থটি সর্বাঙ্গীন সুন্দর করার জন্য যথেষ্ট সতর্কতা অবলম্বন করা সত্ত্বেও কিছু বানান বিভ্রাট থেকে যাওয়া অস্বাভাবিক নয়। পাঠকবৃন্দের কাছে বিনয়ের সাথে অনুরোধ কোথাও কোনো দৃষ্টিগোচর হলে, তা সোসাইটিকে জানালে পরবর্তীতে তা সংশোধনের চেষ্টা করা হবে ইনশাআল্লাহ।