অভিমত বিসমিল্লাহির রাহমানির রাহীম। নাহমাদুহু ওয়া নুছাল্লী আলা রাসুলিহিল কারীম, জনাব রেজাউর রহমান খান কত..র্.ক সংকলিত ও সম্পাদিত বই “রাহে ফালাহ” (কল ̈ানের পথ) এর পান্ডুলিপি পড়ে দেখার আমার সুযোগ হয়েছে। এটা কিছু দীনি বিষয়ের একটি সংকলন।জনাব খান দীর্ঘ দিনের সরকারী চাকুরী শেষ করে এখন অবসর জীবন যাপন করছেন। অবসর জীবনের ফাঁকে ফাঁকে সু ̄’ দেহ ও সু ̄’ মন নিয়ে দীনি ইলম চর্চা করা, তা বুঝার চেষ্টা করা এবং তাঁর লদ্ধ জ্ঞান বই আকারে প্রকাশ করার যে শক্তি ও সামর্থ তিনি পেয়েছেন সেজন ̈ সর্বশক্তিমান আল্লাহ পাককে জানাই অনেক শুকরিয়া। আলহামদুলিল্লাহ। ”রাহে ফালাহ” কোন মৌলিক গবেষনা কর্ম নয়। তথাপি এতে জনাব খান ইসলামের কিছু ̧রুত্বপূর্ণ মৌলিক বিষয়ের তথ ̈াদি বিভিন্ন সূত্র থেকে সংগ্রহ করে মুমিন মুমিনার অবগতির জন ̈ বই আকারে তুলে ধরার চেষ্টা করেছেন। বিশেষত এতে পবিত্র কুরআনের কিছু ̧রুত্বপূর্ণ সূরা ও আয়াতের তরজমা এবং পবিত্র হাদীস থেকে কতিপয় ̧রুত্বপূণ হাদীস বেছে নিয়ে এতে সন্নিবেশিত করা হয়েছে। এতে চিন্তাশীলদের জন ̈ চিন্তার খোরাক রয়েছে এবং তা মুমিন মুমিনার ইহকাল ও পরকালের কল ̈ান অর্জনে সহায়ক হবে। এ সংকলনে মুমিন মুমিনার সম্ভাব ̈ ২৪ ঘন্টার মাসনুন আমল দেয়া হয়েছে যা আগ্রহী আবেদ আবেদার উপকারে আসবে। কুরআন ও হাদীসের আলোকে মৌলিক কিছু অতি প্রয়োজনীয় বিষয়ের উপর আলোচনা দ্বারা আল্লাহ মুখী ও আখিরাত মুখী মানুষ উপকৃত হতে পারে। সংকলনের প্রথমে ‘পরিচিতি কথায়’ জনাব খান সংকলনের জন ̈ সংগৃহীত তথ ̈াদির সূত্র উল্লেখ করায় এর গ্রহণ যোগ ̈তা বাড়বে। জনাব বেজাউর রহমান খান এর এ প্রচেষ্টা সীমিত আকারে হলেও এটা মুমিন মুমিনার ইহকাল ও পরকালের কল ̈ান অর্জনে সহায়ক হোক এবং তাঁর পরবর্তী জীবনে এটাকে সাদকায়ে জারিয়া হিসাবে আল্লাহপাক কবুল করুন এ দোয়া করছি। আমীন। (মাওলানা) কাওছার আলম সুপার সোম মোজাদ্দেদীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা দ: সোম, কালীগঞ্জ, গাজীপুর