সাহিনা মিতা কবিতা লিখছে বেশ কিছুকাল । কাব্য পথযাত্রী মাত্রই জানে, কবিতা হলো হৃদয়ের অন্তর্নিহিত মর্মবাণী যার সৃষ্টি প্রক্রিয়া নিরবচ্ছিন্ন মনোযোগ দাবি করে। বাহুল্য বলা যে, এমন শুদ্ধ শিল্প যাত্রায় কোনো শর্টকার্ট ওয়ে নেই, ছিল না কোনোকালেও। কবিতা হলো দেশলাই কাঠি...br পাঠক হৃদয়ে জ্বলে উঠতে সে বাধ্য! কবিতা নিঃসঙ্গ অনাথ হৃদয়ের আর্তি-মাখা মন-পূজারীর অরুন্ধতি-রূপেও দেখা দেয় কবির হৃদকমলে। কবি সাহিনা মিতার বোধ ও বোধির প্রান্ত ছুঁয়ে তার কবিতা রহস্যের নবঘন ইন্দ্রজাল সৃষ্টি করতে পেরেছে। ভাব-বিষয়বস্তু ছাড়া ও শব্দ-ছন্দ-অলংকার প্রয়োগের দক্ষতাই একজন কবি থেকে অপরজন পৃথক হয়ে ওঠে। ইডেন কলেজের শ্রেণিকক্ষে আমি তাকে ছন্দের প্রাথমিক পাঠ দিয়েছিলাম, সে যে কবিতা লিখবে তখন বুঝতে পারিনি। বহুকাল পরে প্রযুক্তির কল্যাণে তার সঙ্গে যখন দেখা হলো, ততদিনে তার তিনটি কবিতার বই পাঠকের হাতে পৌঁছেছে সাহিনা মিতা'র কবিতায় গতি আছে, শব্দ ব্যবহারের বাঙ্ময় ব্যঞ্জনা আছে। গদ্য কবিতার পাশাপাশি ছন্দের প্রতি তার আছে নানা মাত্রার নিরীক্ষা। আমি আশা করি তার 'বিহঙ্গ বয়ান' বইটিও পাঠক নন্দিত হবে। Br —দিলারা হাফিজ br কবি ও গবেষক