অভিভাবকের প্রতি মূর্খতা এবং অজ্ঞতার অন্ধকারে পথ হারানো মানবজাতিকে ক্ষমা ও মুক্তির সঠিক পথে পরিচালনার জন্য যুগে যুগে মহান আল্লাহ তায়ালা নবী ও রাসূলগণকে দুনিয়ায় পাঠিয়েছেন। সেই সঙ্গে তাঁদের ওপর অবতীর্ণ করেছেন তাঁর পবিত্র বাণী বা আসমানী কিতাব। এরই ধারাবাহিকতায় সর্বশেষ নবী ও রাসূল হিসাবে পৃথিবীতে এসেছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুলাহ (সা.)। এবং তাঁর ওপর অবতীর্ণ হয়েছিল মহাগ্রন্থ’ পবিত্র আল-কুরআন। এই পবিত্র কুরআনেই বর্ণিত হয়েছে পূর্ববর্তী নবী রাসূলগণের সময়ে সংঘটিত নানা ঘটনার কাহিনী। যে কাহিনীগুলো আমাদেরকে শুনিয়ে মহান আল্লাহ তায়ালা মূলত চেয়েছেন আমাদেরকে সতর্ক করতে এবং শিক্ষা দিতে। পূর্ববর্তী নবী রাসূলগণের কওমের লোকেরা যখন আল্লাহর বাণীকে প্রত্যাখ্যান করেছিল, দম্ভ ও অহংকার প্রকাশের মাধ্যমে সীমা লঙ্ঘন করেছিল, পাপ করতে করতে পৃথিবীর মাটি, পানি ও বাতাসকে কলুষিত করে ফেলেছিল, নিরীহ মানুষের ওপর জুলুম ও অত্যাচারের মাত্রা সীমা ছাড়িয়ে গিয়েছিল, নবী রাসূলগণকে পর্যন্ত অপমান, তিরস্কার ও লাঞ্চিত করেছিল তখন আল্লাহর পক্ষ থেকে এসেছিল আযাব ও গজব। ধ্বংস করে দেওয়া হয়েছিল সেসব কওমকে। একই সঙ্গে আল্লাহ তায়ালার প্রত্যক্ষ সাহায্যে রক্ষা করা হয়েছিল ইমানদার নিরীহ মানুষকে। পবিত্র কুরআনে সেসব কাহিনী বর্ণিত হয়েছে। আমাদের কোমলমতি শিশুরা সে সব সত্য কাহিনি পাঠের মাধ্যমে পাপ ও পুণ্যের ফলাফল সম্পর্কে জানতে পারবে। মহান স্রষ্টা আল্লাহ তায়ালার বিরাগ ও অনুরাগ সম্পর্কে ধারণা লাভ করবে। ফলে পাপ কর্মের অন্ধকার পথকে পরিহার করে পুণ্যের আলোকিত পথে তাদের জীবন গড়ে তুলতে চেষ্টা করবে। আমরা একটা আলোকিত পুণ্যবান জাতি, সৎ সুন্দর প্রজন্ম লাভ করব।
(Saniyasnain Khan) Son of noted Islamic scholar, Maulana Wahiduddin Khan, Saniyasnain Khan was born in 1959 at Azamgarh, U.P. India. In 1967 he moved to Delhi along with his father. He attended the Mazharul Islam Middle School and the Govt Model Higher Secondary School-2 (Ludlow Castle), Delhi. He subsequently studied at Jamia Hamdard, the University of Delhi and Jamia Millia Islamia. He did his post-graduation in Arabic from the University of Delhi. In 1976, under the guidance of his father, he started an Urdu monthly magazine called Al-Risala. In 1996, he established Goodword Books. His first book, entitled Tell Me About Hajj, was published in 1999.
Saniyasnain Khan is an Indian television host and children's author with over 100 children's books to his credit. A number of his books have been translated into French, German, Turkish, Danish, Dutch, Polish, Swedish, Bosnian, Norwegian, Russian, Uzbek, Arabic, Malay, Bengali and Urdu.