বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান তাঁর জীবন ও কর্মের এক অসাধারণ প্রকাশ ঘটিয়েছেন তাঁর লেখায়। তারুণ্যের শ্রেষ্ঠ সময়ে তিনি মুক্তিযুদ্ধ করেছেন। যুদ্ধের পূর্বে অসহযোগ আন্দোলন দেশ ও মানুষের মুক্তির অসাধারণ এক কণ্ঠ ছিলেন তিনি। তাঁর বক্তৃতা- যারা শুনেছেন, তারা মুগ্ধ হয়েছেন। তাঁর তারুণ্যে যারা তাঁকে দেখেছেন- সান্নিধ্য পেয়েছেন, তারা জানেন অসাধারণ এক খই-ফোটানো জীবনের নায়ক ছিলেন তিনি। কথায় ও কাজে ঐক্যতান ছিলো তাঁর। সৎ নির্লোভ এবং সাদাসিধা জীবন যাপনের মধ্যে আদর্শ এবং মহত্ত্বকে আবিস্কারের চেষ্টা করেছেন সারাজীবন। তাঁকে উদাহরণ হিসেবে ব্যবহার করা যেতো। রাজনীতিবিদ হয়েও সততা ও ন্যায়পরায়ণতাকে যারা জীবনের অলংকার হিসেবে বেছে নিয়েছিলেন- তিনি তাদের একজন। পেশাদার লেখক নন, মনের আনন্দে লিখতেন তিনি। সত্য বলতে সাহসী ছিলেন। মুক্তিযুদ্ধ কিংবা অন্য যে কোনও বিষয়ে তিনি লেখেন না কেন, আনন্দকে আবিস্কার করেছেন তার লেখায়। এজন্যই মুক্তিযোদ্ধা মতিউর রহমান ফাউন্ডেশন-এই বীরের লেখাগুলো একত্রে প্রকাশের উদ্যোগ গ্রহণ করে-যাতে বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান এবং তাঁর সময়কে অন্তরঙ্গ অবলোকন করার সুযোগ থাকে পাঠকের। মোহাম্মদ সাদিক
Title
যুদ্ধ ও শান্তির শব্দমালা : বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রচনাসমগ্র