তাঁর লেখার বিষয় বহুমাত্রিক হলেও বর্তমান গ্রন্থখানি লেখকের ব্যক্তিজীবনে পরিবার-পরিজনদের ঈর্ষণীয় বন্ধনের অবিচ্ছেদ্য আকর। বলা যায় একটি বৃহৎ পরিবারের অকৃত্রিম বন্ধনের স্বগত উচ্চারণ তোমরা বিকশিত হও নামক কবিতা সংকলনটি। সর্বসাকল্যে বইটি ৭৮টি ছড়া, কবিতা, অনু-কবিতার একটি সংকলন। একজন সার্থক শিল্পীসত্তার মধ্যেও যে সুচিন্তিত পরিবার চয়নের সুগভীর প্রেরণা ও অনুভব থাকতে পারে তাই পরিচয়সহ লেখকের এই গ্রন্থটি। বইটিতে লেখক একেবারে তৃতীয় প্রজন্মের অর্থাৎ তাঁর বহুবিস্তীর্ণ পরিবারের নাতি-নাতনিদের এক মলাটে নিয়ে যে অনবদ্য ছড়া/কবিতামালা রূপায়ণ করেছেন তাতে পারিবারিক জীবনের এক ঋদ্ধ চেতনার সার্থক শিল্পী হিসেবে কবিকে আবিষ্কার করা যায় খুব সহজেই। কবিতাগুলোর অনেক সীমাবদ্ধতা আছে, শব্দ চয়ন, বাক বিন্যাস, ছন্দ-অলঙ্কার, ভাষার বুনন/বিন্যাস, ইত্যাদি বিচারে দাবি করা যায় নাÑ বইটি একেবারে নিকণ্টক অর্থাৎ কবিতার ব্যাকরণ নিয়ে অনেক প্রশ্ন তোলার সুযোগ হয়তো এই গ্রন্থে আছে। তবে নিহত পরিবার-পরিজনের গণ্ডির মধ্যেও সীমাবদ্ধ নয় বইটি। গ্রন্থকার শিল্পরূপের অত্যন্ত কুশলী প্রয়োগের মাধ্যমে পরিবারের খুদে সদস্যদেরকে তাঁর লেখার উপাদান করলেও একটু অভিনিবেশসহ পাঠে অতি আয়াসেই লেখাগুলোর মধ্যে অনেক ভাবগত গভীরতা লক্ষ করা যায়। বিশেষত নিম্নোক্ত শিরোনামের কবিতাগুলোর মধ্যে দেশ, জাতি, সমাজ, রাষ্ট্রের প্রতি গভীর ভাবসত্য, অপরিসীম মমতা ও বেদনাবোধ সহজেই অনুমেয়।