গল্প দিয়ে লেখালেখি শুরু হলেও হঠাৎ যেন পাল্টে গেল লেখালেখির ধারা। প্রবন্ধ, গবেষণাকর্ম এবং কলামে হয়ে উঠলাম একজন নিয়মিত লেখক। অথচ জীবন চলার পথে গল্পের নিত্য নতুন উপাদান কিন্তু লেখা হয়ে উঠে না। যদিও এ ব্যর্থতায় মনের মাঝে দীর্ঘশ্বাস। অবশেষে মাসিক ‘গল্পকার’ পত্রিকার সম্পাদক আমার পরম স্নেহভাজন মুহাম্মদ মহিউদ্দিনের উৎসাহে আবারও গল্পকারের মাধ্যমে আমার পরম আনন্দের ভুবনে ফিরে আসা। তাই কিছুটা দ্বিধা ও সংশয় থেকেই যায় কতোটা পাঠক মনকে ছুঁয়ে যাবে গল্পগুলো। তবুও আশা করি যদি সামান্য হলেও আনন্দ দিতে পারে এই গল্পগ্রন্থ। তবে আবারও নিজেকে ফিরে পাবো আপন ভুবনে। মানুষে মানুষে সম্পর্কের রসায়ন বড় রহস্যময়। যদিও সম্পর্ক মানে ভাবের আদান-প্রদান তবুও এক মসৃণ সরল পথ নয়। এক রৈখিকও নয়। তবে পারস্পরিক বন্ধনের ভীত হচ্ছে বিশ্বাস। কিন্তু এটির এখন বড় অভাব বিশেষত দাম্পত্য বা প্রেমের সম্পর্কে। যে ভালোবাসা এক সময় রঙিন স্বপ্ন দেখায়Ñ চারপাশ ভরিয়ে দেয় আবার সম্পর্কের টানাপোড়েনে তিক্ততার বিষাদ নেমে আসে। তবে কি সম্পর্ক প্রকৃতির মতো রঙ বদলায়। কখনো বসন্ত, কখনো বা খরা। এ গ্রন্থের বেশির ভাগ গল্পের বুননে এই বিষয়টি প্রাধান্য পেয়েছে।