কাব্য-মহিমামগ্ন কবি মালেকা ফেরদৌসের ভাবৈশ্বর্যে ঋদ্ধ শ্রেষ্ঠ কবিতা আশির দশকের কবিদের মধ্যে সমধিক উজ্জ্বল- ব্যক্তিত্বময় নাম- মালেকা ফেরদৌস। যতটা শিল্পমগ্ন কাব্য-ভুবনের বাসিন্দা ঠিক ততটাই সংবেদনশীল কবি মালেকা ফেরদৌসের কাছ থেকে প্রায় সাড়ে দশকের কাব্য-চর্চায় ব্যক্তিজীবন-সমাজ-জাতি-মানব বিশ্ব নিয়ে গভীর অভিনিবেশজাত অনেক কবিতা আমরা পেয়েছি। মালেকা ফেরদৌসের কবিতা বিষয়-ভাবনানিচয়- শব্দ-ছন্দ-চিত্রকল্প এবং শিল্প-প্রয়োগশৈলীসহ আত্মমগ্ন হৃদয়গত বিন্যাসেও সমৃদ্ধ। কবিতার কাব্যমহিমা। যা কাব্য-পাঠককে আপ্লুত করেÑ তা যতটা ব্যাখ্যার- তারচেয়ে অনেক বেশি অনুভবের বিষয়। মালেকা ফেরদৌসের কবিতার বিষয়-ভাষ্য এবং শিল্প-প্রয়োগশৈলীর দিকে নজর রাখলে সহৃদয় হৃদয় পাঠক ‘শ্রেষ্ঠ কবিতা’ গ্রন্থের কবিতাগুলোর অন্তর্গত মানবীয় বোধ-চৈতন্যের আস্বাদ লাভ করতে পারবেন। কবি হিসেবে মালেকা ফেরদৌস প্রয়োজনীয় আরও অনেকে কিছুর পাশাপাশি এই বিষয়টিকেও যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকেন। তাঁর কবিতা পাঠকের কাছে কামনা করে- গভীর অভিনিবেশ সহকারে আগাগোড়া পাঠ। কবি মালেকা ফেরদৌস নৈসর্গিক আবহে অনন্য আত্মমগ্ন উচ্চারণে মানব-পীড়ন- মানবের অসহায়ত্বকে শৈল্পিক বুনট এবং সমৃদ্ধ কাব্য-ভাষা সহযোগে প্রতিস্থাপন করেছেন। আত্মিক ও আধ্যাত্ব-মগ্নতা বাস্তব সচেতনতায় মিশে তাঁর কবিতায় অনন্য রূপ লাভ করেছে। কাব্য-মহিমামগ্ন এই কবির ভাবৈশ্বর্যে ঋদ্ধ ‘শ্রেষ্ঠ কবিতা’ কবিতা অনুরাগী পাঠকদের কাব্যস্পৃহা উদ্দীপ্ত করবে- এটা বলা যায়।
১৯৮৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষাও সাহিত্যে মাস্টার্স করার বহু আগেই মালেকা ফেরদৌসের বাংলা কবিতায় হাতেখড়ি। সময়ের সুদীর্ঘ সরণি অতিক্রম করে তার পরিভ্রমণ আজ সাহিত্যর প্রায় প্রতিটি শাখায়। প্রথম কবিতা প্রকাশিত হয় ১৯৬৯ সালে তৎকালীন বরিশালে থেকে প্রকাশিত বরিশাল দর্পন নামক একটি প্রসিদ্ধ পত্রিকায়, তখন তিনি মাত্র ৪র্থ শ্রেণীর ছাত্রী। ফেরদৌসের স্বদেশ, প্রকৃতিও বৃষ্টি বিষয়ক কবিতাগুলো বাংলা কবিতায় স্বাতন্ত্রের দাবী রাখে। বরিশালের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেয়া কবি মালেকা ফেরদৌসের- এর রয়েছে বিস্তৃত পরিচয়। পিতা প্রখ্যাত সাংবাদিক, সাহিত্যিক,ও ঐতিহাসিক মোঃ ইয়াকুব আলী এবং রাজিয়া বেগম তার জননী। দেশের প্রখ্যাত প্রকৌশলী মোহাম্মদ আবদুর রব তার জীবনসঙ্গী, তারা দুই সন্তানের জনক- জননী। মালেকা ফেরদৌস অক্ষর, গাঁথা, ইনার হুইল ও ঢাকা লেডিস ক্লাবের মতো প্রসিদ্ধ অনেকগুলো সংগঠনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কবি মালেকা ফেরদৌসের প্রকাশিত কাব্যসমূহ: শব্দ বর্ণ কোলাহল,এই অমৃত এই বিষ,নীল খাম, কবিতা সমগ্র, আশ্চর্য অধীর তুমি, পাখির মতো বৃষ্টিরা উড়ে যায়, স্বদেশ, প্রকৃতিও প্রেমের কবিতা, নির্বাচিত প্রেমের কবিতা। তার অনুবাদ গ্রন্থ: Selected poem of Maleka Ferdous.