যখন পৃথিবীর সৌন্দর্য্য উপভোগ করবার কথা ভাবি প্রায়শই অনুভব করিÑ প্রানীরা মানুষের চেয়ে কত স্বাধীন। ঘোড়ার মতো দ্রুত গতিতে মানুষ ছুটতে পারে না আবার পাখী হয়ে আকাশে ডানা মেলে ঘুরে বেড়াতেও অক্ষম। বিশ্ব ঘুরে দেখতে হলে মানুষকে উপার্জন করতে জানতে হয়, কাওকে কাওকে পাসপোর্ট ভিসার পরাধীনতা অতিক্রম করতে হয়। তবেই দেখতে পারা যায় পৃথিবীর সৌন্দর্য। তার চেয়েও বড় যে বিষয় সেটি হচ্ছে মানুষকে পৃথিবী দেখার নেশাটা আগে রপ্ত করতে হয়, এতো সীমাবদ্ধতা নিয়ে যারা পৃথিবী দেখার জন্যে ছুটে বেড়ান তাদের ডি এন এ তে নিশ্চই একটা বিশেষ ট্রাভেল কোড আছে, তারা শীত কী গ্রীষ্ম ছুটে চলেন কোনো এক মোহমায়াকে বুকে জড়িয়ে। রোদেলা নীলার ভ্রমণের প্রতি দূর্দান্ত আসক্তি রয়েছে। বাংলাদেশ এবং প্রতিবেশী দেশ ভারতের বেশ কিছু অনবদ্য পর্যটন এলাকা ঘুরে তিনি এবার দারুণ সব অভিজ্ঞতা তুলে এনেছেন এ বইটিতে। কাশ্মীরের সাদা পাহাড় ঘুরে উপভোগ করেছেন স্বর্গ রাজ্যের অপূর্ব অনুভূতি, কখনো মিরসরাইয়ের মহামায়া লেকের সৌন্দর্য্যে হারিয়ে ফেলেছেন নিজেকে, কখনো বা বিস্ময়ে দেখেছেন উড়িশ্যার সূর্য মন্দির, আবার কখনো সিলেটের রাতারগুল বনে পথ হারিয়েছেন মনের আনন্দে। এভাবে নানা রঙের অনুভূতির মালা গেঁথেছেন পুরো পাণ্ডুলিপিতে, ভ্রমণ পিপাসু পাঠক যখন এই বইটি পড়বেন তখন লেখকের অভিজ্ঞতার স্বাদ পাবেন অনায়াসে। রোদেলা নীলার মহামায়া থেকে কাশ্মীর গল্পগ্রন্থটি ভ্রমণ সাহিত্যে একটি অসামান্য সংযোজন হয়ে থাকবে বলে আমার বিশ্বাস।
ফারুনের কোনাে এক বিকেলে ফেব্রুয়ারির ২৬ তারিখে ব্রহ্মাণ্ডে কবির আবির্ভাব। শুরুটা করেছিলেন ছােট গল্প দিয়ে বেতার বাংলা পত্রিকাতে। কিন্তু সময় যতাে এগােতে থাকলাে ধীরে ধীরে কবিতার অঙ্গনে প্রবেশ করতে লাগলেন। প্রিয় কবি সৈয়দ শামসুল হক ও মহাদেব সাহার আধুনিক কবিতা থেকেই উৎসাহিত হয়েছেন বেশি।। আর্টিকেল প্রকাশের মাধ্যমে দৈনিক পত্রিকায় আত্মপ্রকাশ ঘটে ১৯৯৭ সালে। ২০০৫ থেকে বিচরণ করছেন সামহােয়ার ইন ব্লগ, প্রথম আলাে ব্লগ, শব্দনীড় ব্লগ, আমার ব্লগ, ঘুড়ি ব্লগ, এবং বিডিনিউজ২৪-এর নাগরিক সাংবাদিক হিসেবে। জন্ম ঢাকার মিরপুরে, সেখানেই কবির বেড়ে ওঠা। পৈতৃক নিবাস কালিহাতী, টাঙ্গাঈলে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছেন। ভ্রমণ নিয়ে ফিচার করা তার একটি শখের জায়গা, ভালােবাসেন ঘুরতে। প্রকাশিত বইকবিতা: ফাগুনঝরা রােদুর (২০১০), ভাষাচিত্র প্রকাশনী। পঞ্চপত্রের উপপাদ্য (২০১২), এক রঙ্গা এক ঘুড়ি প্রকাশনী। দ্বৈত কবিতার বই (২০১৫), যমুনা প্রকাশনী: নিমগ্ন গােধুলি (২০১৬), অন্যধারা প্রকাশনী 'একক গল্পগুচ্ছ: রােদুরের গল্প (২০১৫), আলপনা প্রকাশনী চলতি পথের গপ্পো (২০১৬), বিদ্যা প্রকাশ । ভ্রমণ গল্প: পিয়াইন নদীর স্রোতে (২০১৬), জয়তী প্রকাশনী। মেঘ বালিকার দেশে (২০১৭), মহাকাল প্রকাশনী।