অনুপ দাশ গুপ্ত, আমার বন্ধু প্রতিম সহপাঠী। বিজ্ঞান, বিশ্বসাহিত্য, রাজনীতি, দর্শন ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে বিস্তর পড়াশোনা ও লেখালেখি করছেন দীর্ঘদিন। সে চট্টগ্রামের জনপ্রিয় পত্রিকা ‘দৈনিক আজাদী’-এর নিয়মিত কলামিষ্ট ও প্রাবন্ধিক। আমি তাঁর লেখা প্রবন্ধের একজন নিয়মিত পাঠক। অনুপের লেখালেখির মূল শক্তি গভীর পড়াশোনা। বলাযায়, সে একজন বোদ্ধা পাঠক ও গ্রন্থ প্রেমী। পেশায় বহুজাতিক কোম্পানির একজন কর্পোরেট হলেও, বিজ্ঞান ও সাহিত্যের প্রতি তাঁর প্রবল আকর্ষণ অতীব লক্ষণীয় বিষয়। বইপড়া ও লেখালেখি তাঁর নেশা। প্রস্তর খন্ড থেকে মানব সভ্যতার ক্রম বিকাশে বিভিন্ন বিজ্ঞানীদের অবদান অনস্বীকার্য। আজকের এই আধুনিক গতিশীল বিশ্ব মূলত অজস্র বিজ্ঞানীদের নিরন্তর আবিস্কারের ফসল। বিভিন্ন বিজ্ঞানীদের কর্ম, তাদের জীবন ও আবিস্কৃারের নেপথ্যে অনেক অজানা কাহীনি নিয়ে রচিত তাঁর প্রথম প্রবন্ধ গ্রন্থ “সভ্যতা এক যাযাবর” ঢাকার প্রখ্যাত প্রকাশনী প্রতিষ্ঠান ‘জলধি’ থেকে প্রকাশিত হতে যাচ্ছে জেনে আমি প্রবল আনন্দিত ও উদ্বেলিত। সহজ ও সরল ভাষায় লিখিত এই গ্রন্থটি বিজ্ঞানের প্রতি কৌতূহলী, জ্ঞান পিপাসু সর্বস্তরের পাঠক শ্রেণী সহ সকল শ্রেণীর শিক্ষার্থীদেরও বিজ্ঞান জিজ্ঞাসার তৃষ্ণা মেটাবে। গ্রন্থটি বাংলা ভাষা তথা মাতৃভাষায় বিজ্ঞান চর্চাকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাবে। গ্রন্থটি পাঠক নন্দিত ও বহুল পঠিত হবে বলে আমার বিশ্বাস। সুখপাঠ্য ও তথ্যবহুল এই প্রবন্ধ গ্রন্থটির বহুল প্রচার ও সমৃদ্ধি কামনা করছি। শুভেচ্ছান্তে- ড. মোহাম্মদ হেলাল উদ্দীন অধ্যাপক, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।