পাবলো নেরুদা যে তীব্র আবেগের জায়গা থেকে বিভিন্ন সময় 'ইল পোস্তিনো' কবিতাগুলো লিখেছে, ভাষান্তরে চয়ন খায়রুল হাবিবের ব্যক্তিগত লক্ষ্য ছিলো আবেগজাত সে তীব্রতার মানসিক, শারীরিক প্রক্রিয়াগুলোর মিশ্র কারণগুলোর অন্বেষা। একই আলোড়ন থেকে বিশ্বখ্যাত গায়ক, গায়িকা, অভিনেতা, অভিনেত্রীরা 'ইল পোস্তিনো' চলচ্চিত্রে বিনা পারিশ্রমিকে কবিতাগুলো স্প্যানিশে ও ইংরেজিতে পাঠ করেছে। কাব্য চর্চার নান্দনিক দৃষ্টিকোণ থেকে, আবেগের এ-দোলাচলকে যখন আমরা প্রেম ও প্রেমের কবিতা বলছি, তার স্বরূপ কি? এটা কি কখনো নিষ্পত্তি করা যাবে? না কি দ্বিধাগ্রস্ত দোদুল্যমানতা এ-আবেগের মূল নির্যাস? প্রেম একটা প্রচণ্ড, দৃঢ় এবং ইতিবাচক মানসিক অবস্থা, যা আমাদের দেহ, মনকে সীমা ভাঙ্গতে, নিজেকে পার হতে উচ্চানি দেয়। সবচেয়ে মহৎ গুণ বা ভাল অভ্যাস, গভীরতম আন্তঃব্যক্তিক দৈহিক ও মানসিক সমর্পণ, সহজ আনন্দ সবই প্রেমের অনুষঙ্গ। এর গুণাবলী মানুষের দয়া, মমতা এবং স্নেহকে প্রতিনিধিত্ব করে। একদিকে প্রেম অন্যের ভালোর জন্য নিঃস্বার্থ আনুগত্য এবং পরোপকারী উদ্বেগ হিসাবে চিহ্নিত। অন্যদিকে অনেকের চোখে প্রেম নৈতিক ত্রুটির প্রতিনিধিত্ব করে অহংকার, স্বার্থপরতা, অহংবোধ, উন্মাদনা, সহনির্ভরতার দিকে নিয়ে যায়। প্রেম মানুষকে, নিজের বা প্রাণীর প্রতি সহানুভূতিশীল এবং স্নেহপূর্ণ করে তুলতে পারে। বিভিন্ন রূপে, প্রেম আন্তঃব্যক্তিক সম্পর্কের একটি প্রধান সহায়ক হিসেবে কাজ করে এবং কেন্দ্রনিবিড় মনস্তাত্ত্বিক গুরুত্বের কারণে, এটি সৃজনশীল শিল্পের সবচেয়ে সাধারণ বিষয়গুলোর মধ্যে একটি। মানুষের প্রেমে কাম যেরকম ভূমিকা রাখে, নিষ্কাম প্রেম ও আধ্যাত্মিক প্রেমও মানুষের জীবনে প্রভাব বিস্তার করে। সব মিলিয়ে প্রেমজাত অভিব্যক্তিকে বলা এবং না-বলাটাকে এক সাথে ধারণ করেই প্রেমের কবিতা। কবিতার নূতন মোড়গুলো শব্দের সাথে পাপ করে, প্রেমের কবিতা পাপ, পুণ্যের সনাতন সীমা একেবারে ভেঙ্গে দেয়। 'ইল পোস্তিনো' কবিতাগুচ্ছের এক তোড়া, অধরা পাপ চয়ন খায়রুল হাবিবের ভাষান্তরে হয়ে উঠেছে ধরাছোঁয়া-অনুভূতিসঞ্জাত নৈমিত্তিকতা প্রচ্ছদ : ফারেহা জেবা আলোকচিত্র : জ্য ফিলিপ গিদাস