রাতের আঁধারে নীল স্মৃতি গদ্যের বই। জসিম মল্লিকের এটি নবম স্মৃতিগদ্যের বই। এর আগের বইগুলো হচ্ছে এলবেলে এবং হৃদয়ে প্রেমের দিন- প্রকাশ করেছে কথাপ্রকাশ। আমার মা প্রকাশ করেছে রিদম প্রকাশনা সংস্থা। স্মৃতির নির্জণতা, থোকায় থোকায় জোনাক জ্বলে, ভালবাসার চাষাবাদ, স্বপ্ন কাজল মাখা মায়া ভরা এই সংসারে এবং শুধু আকাশ জানে- প্রকাশ করেছে অনন্যা। আনন্দের কথা হচ্ছে বইগুলো যথেষ্ট পাঠকপ্রিয়তা পেয়েছে। একজন লেখকের সবচেয়ে বড় স্বার্থকতা যে পাঠকরা বইগুলো গ্রহণ করেছেন। লেখকের মধ্যে এক ধরণের সরলতা আছে, সহজ স্বাভাবিক ভঙ্গিতে লেখেন। তিনি অকপটে গল্প বলতে পারেন। নিজের কথা বলতে পারেন। নিজেকে ভাঙচুর করতে পারেন। এমন কিছু অনুভূতি আছে, কষ্ট আছে বা আনন্দ যা সবার সাথে মিলে যায়। যা অন্যকে ছুঁয়ে যায়। জসিম সেই কথাই বলতে পারেন। মানুষের মনোজাগতিক বিষয় ও সম্পর্কের টানাপোড়েনের কথা আশচর্য্য মন্সীয়ানায় তুলে আনেন। যেনো লেখক পাঠকের মুখোমুখি বসে গল্প করছেন। এছাড়া এমন কিছু ঘটনা ও অতীত স্মৃতি রয়েছে যা পাঠক হৃদয়কে আপুত করে, আন্দোলিত করে। ভাবার সুযোগ দেয় অনেককিছু। প্রতিটি লেখাতেই রয়েছে ভালবাসার জয়গান। ভালবাসাই সব। ঘৃণা কিছুই দিতে পারে না।
জসিম মল্লিক। জন্ম বরিশাল শহরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। কলেজ জীবন থেকেই তাঁর লেখালেখির শুরু এবং দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও সাপ্তাহিক-এ নিয়মিত লিখছেন। ১৯৮৪ সালে শাহাদত চৌধুরী সম্পাদিত তৎকালীন সাপ্তাহিক বিচিত্রায় যোগদান করেন। এরপর সাপ্তাহিক বিচিত্রার আকস্মিক বিলুপ্তির পর ১৯৯৮ সালে মিডিয়া ওয়ার্ল্ড পাবলিকেশন প্রকাশিত সাপ্তাহিক ২০০০-এ যোগ দেন। দীর্ঘ তিন দশকের সাংবাদিকতা জীবনে তাঁর অভিজ্ঞতা বিপুল ও বিশাল। এই বিশাল অভিজ্ঞতার উপাদান নিয়েই তিনি নির্মাণ করেছেন অসংখ্য গল্প উপন্যাস এবং সমাজ সচেতনতামূলক বিভিন্ন লেখা। তুলে এনেছেন জীবনের চরম সত্য আর বাস্তবতাকে। তাঁর সপ্রতিভ, ঋজু, সংহত, সংবেদী ভাষা আর বিষয় বৈচিত্র্যের স্বকীয়তা ও নিজস্বতা বরাবরই লক্ষ্যযোগ্য। সাধারণত তিনি সামাজিক এবং সম্পর্কের বিষয়গুলো নিয়ে লিখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। মানুষের সম্পর্কের যে মনোজাগতিক বিষয় আছে সেটাকে তিনি অনুপুঙ্খভাবে তুলে আনেন তাঁর লেখায়। এছাড়া প্রকৃতি এবং নদী তাঁর লেখার বেশিরভাগ জুড়ে থাকে। ছিলেন জাতীয় প্রেসক্লাবের সদস্য ও বাংলাদেশ জনসংযোগ সমিতির শিক্ষা ও গবেষণা সম্পাদক। বর্তমানে কানাডার নাগরিক এবং টরন্টো থেকে প্রকাশিত সাপ্তাহিক ভোরের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক এবং এনটিভির কানাডা প্রতিনিধি। বাংলাদেশের জনপ্রিয় সাপ্তাহিক ২০০০ ও আনন্দধারার বিশেষ প্রতিনিধি ছিলেন। এছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশের পত্রিকায় লিখে চলেছেন বিরামহীন।