ডা.জাহান আফরোজা লাকী!
মৃত্তিকার মায়া'য় ছড়ানো কবিতার আনন্দভূবনে স্বাগত!
সুন্দরতম শব্দে,শ্রেষ্ঠতম বিন্যাসে, পাঁচ-পর্বে
এ কাব্যগ্রন্থে'র কবিতাগুলো-প্রাঞ্জল অনুভবে
কবি জাহান আফরোজা লাকী'র সহজ সরল প্রকাশ।
চারপাশের মানুষ, প্রাণী, প্রকৃতি-বন-বাদার-পাহাড়, ঝরণা-নদী-সমুদ্র,
নদীতট-বেলাভূমি, পথ-প্রান্তর, লোকালয়, শহর-গ্রাম, জনপদ ছাপিয়ে কবিতার কাব্যভাষা,
মানুষের দৃষ্টিসীমা ছাড়িয়ে মেলে ধরে- আরও বিশাল ক্যানভাস।
‘আকাশের ওপাড়ে আকাশ’,
জীবনের গানে নতুনের আহবান...
যাপিত সময়ের আশা-আকাঙ্ক্ষা-স্বপ্ন,
হাসি- আনন্দ, দুঃখ-বেদনা,
বুকের গভীরে বোধের অনুভব-
একাকার হচ্ছে শব্দে-শব্দে, ছন্দে-ছন্দে,পংক্তিতে-পংক্তিতে।
মাতৃভাষা বাংলা বর্ণের রক্তিম সিঁড়ি বেয়ে এ কবি'র কবিতায় শুনি-
চিরায়ত সত্য ও সুন্দরের জয়গান।
ব্যক্তিজীবনে ডা.জাহান আফরোজা লাকী মরণব্যাধি ক্যান্সার চিকিৎসা বিশেষজ্ঞ ও শিক্ষক। তাঁর চিকিৎসালব্ধ জ্ঞান-
অভিজ্ঞতায় ক্যান্সার নিয়ে নিবন্ধ বৈজ্ঞানিক জার্ণাল, পত্র-পত্রিকায় প্রকাশিত এবং প্রাসঙ্গিক। কবিতার সৃষ্টিসম্ভারে তাঁর কবিতাও স্বাতন্ত্র্যবোধে উজ্জ্বল, নিজস্ব ঢংয়ে এগিয়ে চলার প্রত্যয়ে উদ্দীপ্ত।
কবি স্বদেশ ও পরিবার-স্বজনের প্রতি দায়বদ্ধ।
একজন সৃষ্টিশীল কবির কবিতার হৃদয় নিংড়ানো কাব্য-নৈবেদ্য, ভালোবাসার নিবিড় প্রকাশ সার্থক ও সফল হোক। মানুষে-মানুষে সম্প্রীতির মায়াজালে এমন সাহসী উচ্চারণে বারবার ধ্বনিত হোক মানবিকতার জয়গান।
এ কাব্যগ্রন্থ বহুল পঠিত হোক,
প্রবাহিত হোক দিকে দিকে।
কবির প্রতি আন্তরিক শুভাশিস, সাধুবাদ, অভিনন্দন!