📚 আরবী ভাষা ও সাহিত্যে কাঙ্ক্ষিত যোগ্যতা অর্জন করার জন্য শব্দার্থ, বাগধারা ও বাক্যকাঠামো আয়ত্ত করে করে প্রচুর পরিমাণ আরবী মুতালা‘আ করা ছাড়া কোন বিকল্প নেই। কিন্তু বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও শিক্ষার্থীদের কাছে এটি যথেষ্ট গুরুভার মনে হয়। এর প্রথম ও প্রধান কারণ, তাদের সামনে এমন কোন সংকলন নেই যা তাদেরকে এক্ষেত্রে সর্বাত্মক সহায়তা করবে, যেখানেই তারা কোন জটিলতা ও দুর্বোধ্যতার সম্মুখীন হবে সেখানেই তাদের সামনে সরল ও সহজবোধ্য সমাধান তুলে ধরবে। এভাবে আরবী মুতালা‘আকে তাদের জন্য ভয় ও বিরক্তির পরিবর্তে আনন্দ ও উপভোগের বিষয় করে তুলবে। 📚 এমন একটি সংকলেনর প্রয়োজনীয়তা বহুদিন থেকেই ছিলো, অবশেষে হযরত মাওলানা আবু তাহের মিসবাহ দা. বা. এর হাতেগড়া শাগরিদ মাওলানা আমীর হামযা আমীন দীর্ঘ সময়, মেধা ও শ্রম ব্যয় করে مجموعة من القصص المنتخبة নামক এই চমৎকার সংকলনটি প্রস্তুত করেছেন। 📖 📑🎀 কিতাবটির কিছু বৈশিষ্ট্য।🎀 📑 ✅ কিতাবটি আরবী ভাষা ও সাহিত্যের প্রাথমিক শিক্ষার্থীদের জন্য উপযাগী ছোট-বড় ২৩ টি গল্পের সংকলন। ✅ এতে প্রতি পৃষ্ঠায় অপরিচিত শব্দগুলোর সরল অর্থ টীকায় উল্লেখ করা হয়েছে। ✅ অতপর গল্পের শেষে সেই শব্দগুলোর বিস্তারিত তাহকীক পেশ করা হয়েছে। ✅ প্রতিটি শব্দের সাথেই তা ব্যবহারের এক বা একাধিক নমুনা তুলে ধরা হয়েছে। ✅ এরপর নতুন قوالب الجمل ও تعبيرات তথা বাক্যকাঠামো ও বাগধারাগুলোর সাবলীল বিশ্লেষণ করা হয়েছে। ✅ এবং প্রতিটির সাথেই ব্যবহারের এক বা একাধিক নমুনা তুলে ধরা। ✅ গুরুত্বপূর্ণ শব্দ ও বাক্যগুলোর ব্যবহার ভালোভাবে আয়ত্ত হওয়ার জন্য বাংলা থেকে আরবী করার বেশ কিছু তামরীনও দেয়া হয়েছে। ✅ কিতাবের শুরুতে ‘শব্দভাণ্ডার মনে রাখার কার্যকর কিছু কৌশল’ শিরোনামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা রয়েছে। ✅ কিতাবের শেষে قصة واحدة في صياغات متعددة শিরোনামে একই গল্পকে বিভিন্ন আঙ্গিকে লেখার বেশ কিছু নমুনা দেয়া হয়েছে। ✅ দেশের খ্যাতিমান সাহিত্যিক হযরত মাওলানা সফিউল্লাহ ফুআদ দা. বা. কিতাবটির ভূয়সী প্রশংসা করে অভিমত দিয়েছেন। 🎍মোটকথা, কিতাবটি পড়ার দ্বারা আপনি আরবী ভাষা ও সাহিত্যের প্রচুর পুঁজি যেমন সঞ্চয় করতে পারবেন তেমনি আরবী সাহিত্য চর্চার সুবিন্যস্ত ও সুসংহত একটি রূপরেখা পেয়ে যাবেন। 📖🎀 কিতাবটি যাদের জন্য🎀📖 📚 প্রাথমিকভাবে মাদানী নেসাবের দ্বিতীয় বর্ষ ও ক্বাদীম নেসাবের হেদায়াতুন্নাহু জামাতের ছাত্রদেরকে সামনে রেখেই কিতাবটি প্রস্তুত হয়েছে। তবে আরবী সাহিত্যে দুর্বলতা আছে, এমন যে কেউই এখান থেকে ভরপুর ইস্তিফাদা করতে পারবেন । বিশেষত আদব-বিভাগের ছাত্রদের জন্য এটি অত্যন্ত উপকারী ও উপভোগ্য একটি কিাতাব হবে ইনশাআল্লাহ। 🎀