মনেপড়ে ছোট্ট বেলার কথা, জীবন শুধু গেলই বৃথা বৃথা। আমার গ্রামের কথা, যারসাথে বর্তমানের গ্রামকে আর মিলাতে পারিনা কিছুতেই। ছায়া ঘেরা সুনিবিড় শাšত্ম, রাতে শেয়ালের হাক, জোনাকিরা জ্বলে জ্বলজ্বল করে, চৌকিদারের হাঁকে ঘুম ভাঙ্গে মাঝে মাঝে, শুনশান সেই রাতের আঁধার কোথায় হারিয়ে গেল। বর্তমানের বিদ্যুতের আলো জ্বলা,সারারাত মাইকের আওয়াজে আর ঘুম আসেনা। সেইসব দিনের কথা আজ শুধুই স্মৃতি। নতুন প্রজন্মের কাছে পুরাতন সেই গ্রামের কিছু কথা তুলে, তাঁর ঐতিহ্য, তাঁর লোকজন, তাঁদের আচার আচরণ আর সহজ সরল ¯্নগ্ধি সেই পরিবেশের কথা তুলে ধরাই আমার এ ক্ষুদ্র প্রয়াস। তখনকার গ্রামের কথা জানার আগ্রহ হয়তো অনেকেরই নেই বা অনেকের আছে। তখনকার প্রাকৃতিক দৃশ্য, গ্রামের পরিবেশ, গাছপালা, আম জাম কাঁঠাল বাঁশ বাগান বেতঝাড়, হাটবাজার, নদীর বালুচর লোকজনের আচার আচরণ এইসব তুলে ধরাই আমার উদ্দেশ্য। বর্তমানের সাথে তার মিল খুঁজে পাইনা কিছুতেই। নতুন প্রজন্ম জানতে পারবে পুরাতন সেই ঐতিহ্যের কথা এক শিশুর চোখে। হয়তো মনটা উদাস হয়ে যাবে কখনো কখনো। মিল খোঁজার চেষ্টা করবে,ভালো মন্দের বিচার করবে। হারিয়ে যাবে সেই গোলস্নাছুট, হাডুডু, দাঁড়িয়াবাধা, ষাঁড়ের দৌড়, এক্কাদোক্কা খেলার মাঝে। তাহলেই নিজেকে সার্থক মনে করবো।