আমার নাম শেখ রানা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঢাকা শহরে আমার জন্ম। শৈশব-কৈশোর কেটেছে হাইকোর্ট কলোনীর সবুজে ঘেরা প্রাঙ্গনে। কী যে সুন্দর সেই দিনগুলো ছিল! ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে আমি পড়াশোনা করেছি। সেখানেও সবুজ আর সবুজ। আমি কিন্তু গান লিখি। তাও প্রায় তেইশ বছর হয়ে গেল। তোমার মা-বাবাদের জিজ্ঞেস করে দেখো তো আজ তোমার মন খারাপ মেয়ে, বৃষ্টি পড়ে, সবুজ যখন, মার ঘুরিয়ে, ফিরে পেতে চাই- এই গানগুলো শুনেছেন কিনা! তোমরাও অবসর সময়ে শুনে দেখো। আমি তোমাদের জন্যও গান লেখা শুরু করেছি। তোমরা কিন্তু শুনবে সেসব গান। ওহো, বলতে ভুলে গেছি! আমি আর আমার সহধর্মিনী এখন থাকছি যুক্তরাজ্যের কার্ডিফে। আমি লেখালেখির পাশাপাশি কাজ করছি যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসে। ঢাকায় বিজ্ঞাপনী সংস্থায় বছর তিনেক কাজ করেছি। টিভি, রেডিও, পত্রিকায় বিজ্ঞাপনের জন্য নানারকম লেখা আর গান লিখতাম। মজাই লাগতো! আর শোনো, তোমাদের জন্য আমি আরো বই লিখব। সুন্দর সুন্দর গল্পের বই! এখন আমার নাম ভূত, আমি মিরপুরে থাকি বইটা জলদি জলদি পড়ে আমাকে জানাও, তোমাদের কেমন লাগলো আর পরের পর্বে তোমরা কী কী দেখতে চাও। রিম্পু, ভূত, রাজা মিয়া, পিচ্চি কামরুল আর ওদের গোয়েন্দা দল রিকাভূ নিয়ে তোমাদের মতামত কী, তাও জানিও কিন্তু।
শেখ রানা। জন্ম ১৯৭৫, ১৫ আগস্ট। বেড়ে ওঠা ঢাকায়। হাইকোর্ট কম্পাউন্ডে অবারিত সবুজের মাঝে শৈশব-কৈশোর কাটিয়েছেন। ৯০'এ এরশাদ বিরোধী আন্দোলন দেখে লেখালেখির শুরু। প্রথাগত বিদ্যায় প্রবল বৈরাগ্য এবং শব্দ অন্বেষণে বেড়িয়ে পড়া অজানায়। এখন কাজ করছেন আমাজন, লন্ডনে। নিজেকে গীতিকার, লেখক হিসেবে ভাবেন। ভাবতে ভালোবাসেন। নিয়মিত বিরতিতে লম্বা সময় প্রবাস জীবন। লিরিক লেখা শুরু ৯৯ এর দিকে। বাপ্পা মজুমদারের রাতের ট্রেন অ্যালবামে প্রথম লিরিক- বিশ্বাসেতে বস্তু মেলায়। পরী, বৃষ্টি পড়ে, ফিরে পেতে চাই, মার ঘুরিয়ে( আই সি সি ২০১১ বিশ্বকাপ ক্রিকেট এর থিম সং), সবুজ যখন, খোলা আকাশ একটি গাছ- উল্লেখযোগ্য গান। গীতিকার হিসেবে বিলেতের সংহতি সাহিত্য পুরষ্কার পেয়েছেন ২০১৫ তে। এবারডিনশায়ার এর ডেভেরন আর্টস এ গান লেখার গল্প বলায় আমন্ত্রণ পেয়েছিলেন ২০১৬ তে। আজ তোমার মন খারাপ মেয়ে, কবির তখন সওদাগরী মন, রুল টানা খাতা, টুকরো নাগরিক জার্নাল, শব্দ পাখির দল, ম্যারাডোনা (অনুবাদ)- প্রকাশিত বই এর সংখ্যা ছয়। লক্ষ্য ছাড়া জীবন যাপন করেছেন। এখন জীবনকে লক্ষ্য করে নতুন নতুন ভাবনায় যাপন করছেন।"