মাহমুদা খানম একজন চৌকস শব্দশিল্পী। তাঁর কবিতা শুধু মানবিক প্রেমের রোমান্টিকতায় নয় বরং দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনাকেও জাগ্রত করে। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ “অনিন্দ্য অন্তর”, “তুমি রবে নীরবে”, “জলরঙে আঁকা সুখ”, “বত্রিশ নম্বরের দেয়ালে”, “অদৃশ্য অরণ্যে”, “গহীনে ফোটা শ্বেতপদ্ম” যা পাঠক মহলে সমাদৃত। মহান একুশে গ্রন্থমেলা ২০২৩ উপলক্ষ্যে প্রকাশ পেতে যাচ্ছে তাঁর ৭ম গ্রন্থ “জয়বাংলা একটি স্লোগান”। আশাকরি গ্রন্থটি পাঠক মনকে মুক্তিযুদ্ধের চেতনায় আন্দোলিত করবে। প্রাথমিক শিক্ষা ও নারী শিক্ষায় বিশেষ অবদানের জন্য তিনি ২০১২ ও ২০১৪ সালে তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার গ্রহণ করেছেন। তাঁর পরিচালিত রাজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ বিদ্যালয়সহ ৫টি ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছে। বিভাগীয় এবং জেলা পর্যায়ে তিনি বহুবার শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা পেয়েছেন। ভ্রমণ করেছেন ইন্দোনেশিয়া, ভারত, জার্মানি, সুইজারল্যান্ড, ফ্রান্স ও অস্ট্রিয়া। মাহমুদা খানমের জন্ম ঝালকাঠি জেলার রাজাপুরে ১৯৬৮ সালের ১৫ জুন। তিনি এম.এ, সি.ইন.এড, বি.এড এবং এম.এড ডিগ্রিও অর্জন করেছেন। তিনি রাজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্বামী মিলন মাহমুদ বাচ্চু সাবেক উপজেলা চেয়ারম্যান। তাদের দু’টি কন্যা সন্তান আছে। -কামরুদ্দিন হীরা।
কবি মাহমুদা খানম। জন্ম, ১৫ জুন ১৯৬৮ ঝালকাঠি জেলার রাজাপুরে। শিক্ষাগত যােগ্যতা এম.এ এবং সি ইন এড, বিএড, এম এড। পেশাগতভাবে শিক্ষক হলেও জড়িত আছেন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে। স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্বসহ বিভিন্ন সংগঠন প্রধানের দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেন। দিনমান এতাে কাজের মধ্যে যিনি ডুবে থাকেন শুধু কাজ আর কাজ নিয়ে। কী করে নিজের স্কুলকে আরও একটু গতিশীল করা যায় অথবা এ স্কুলের শিক্ষার্থীদের সর্বশ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে অন্য শিক্ষার্থীদের সাথে প্রতিযােগিতায় অনন্য হিসেবে প্রতিষ্ঠিত করা যায়- সেই বিষয়টিই তার একান্ত নিজের জগৎ। এ জগতে বাস করেন দিনমান। গভীর রাতে নিমগ্ন হন তিনি অন্য কিছু নিয়ে। সেটি তার আপন নিমগ্নতার ভুবন।। একান্ত নিমগ্নতায় তিনি লিখে চলেন কবিতা। একজন অঙ্কন শিল্পী যেমন তার কল্পিত বিষয়বস্তু রঙ-তুলির ছোঁয়ায় রাঙিয়ে তােলেন, তেমনি একজন কবিও তার ভাবনার বিষয়বস্তু প্রতিভাসিত করেন শব্দ ব্যবহারের মাধ্যমে। সহজ-সরল ছন্দমাত্রা আর অক্ষরবৃত্তের দ্যোতানায় কবিতাগুলােকে শিল্পময় করেন। তেমনি কবি মাহমুদা খানমও কল্পনার রঙ আর শব্দ ব্যবহারের উপস্থাপনায় তার কবিতাগুলােকে অর্থবহ করেছেন নিজস্ব ভঙ্গিমায় । আপন ভাবনায় তিনি, যে কবিতাগুলাে লিখেছেন। তাতে উঠে এসেছে সমাজের বিভিন্ন দিক এবং সুনিপুণ চিত্রকল্প। তার প্রেমের কবিতাগুলাে রােমান্টিকতার নান্দনিকতায় ভরপুর । সহজ-সরল শব্দ গাঁথুনিতে কবিতাগুলাের নিজস্ব আঙ্গিক তৈরি হয়েছে।