‘ট্রানজিট ১৯৭১’ উপন্যাসের শুরু একাত্তরের আগস্ট মাসের এক রাতে গারো পাহাড়ে মুক্তিযোদ্ধাদের একটি ক্যাম্পে। ক্যাম্প অধিনায়ক মাহমুদকে কেন্দ্র করে গল্পের সূচনা। তাকে কেন্দ্র করেই গল্প এগিয়ে যায়। হতে পারে শেষটাতেও মাহমুদ, কিংবা না-ও হতে পারে। এখানে এমন সব চরিত্র উঠে এসেছে যাদের উপস্থিতিতে নির্দিষ্ট সময় বা ঘটনাটিতে মাহমুদ নয়, অন্য কেউ মুখ্য চরিত্র। অনেক সময় ঘটনা চরিত্রকে ছাপিয়ে গেলেও শেষ পর্যন্ত চরিত্রই মুখ্য, কিংবা সময়। সেই চরিত্ররা এমন এক মায়ার জগত তৈরি করে যেখানে পাঠক নিজেকে তাদের একজন মনে করেন। আবার কখনো আর সহ্য করতে না পেরে তিনি সেখান থেকে বের হয়ে আসতে চান, কিন্তু পারেন না হয়তো। নিজেকেই তখন তিনি একাত্তরের এক ট্রানজিটে আবিষ্কার করেন যেখানে রক্ত আছে, প্রতিশোধ আছে, স্বপ্ন আছে, স্বপ্ন ভেঙে যাওয়ার যন্ত্রণা আছে, কান্না আছে, কাম আছে, আর অবশ্যই দেশ ও প্রেম আছে। আখ্যানটা বাঙালির, কিন্তু শেষটায় না পৌঁছানো পর্যন্ত হরিজন পল্লী থেকে গারো নৃগোষ্ঠী, ভারতীয় সেনা কর্মকর্তা থেকে মুজিব বাহিনীর মানুষদের সঙ্গে তার পরিভ্রমণ। যখন সবকিছু শেষ হয় গল্পটিও কি শেষ হয়? আসলেই কি শেষ হয়েছে একাত্তরের ট্রানজিট!
Zahid Newaz Khan: জন্ম ব্রহ্মপুত্র পাড়ের ময়মনসিংহ শহরে। শৈশব এবং কৈশোর সেখানেই কেটেছে। পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পেশায় সাংবাদিক, পেশাগত লেখাপড়া ভারত, জার্মানি এবং যুক্তরাষ্ট্রে। কলেজ জীবন থেকেই গল্প লিখতেন, তবে বই প্রকাশে দীর্ঘ সময় নিয়েছেন। পাঁচ বছর আগেও তার কোন প্রকাশিত বই ছিল না। আবিষ্কার প্রকাশিত তার অন্য বইয়ের মধ্যে আছে মূর্তিকারিগর (উপন্যাস) এবং দ্য গ্রিনম্যান (রম্য)। শ্রাদ্ধবাসর তার প্রথম গল্পগ্রন্থ।