প্রেম-পরিণয়ের সম্বন্ধে মানসিকভাবে পর্যুদস্ত মানুষের অনুভূতির কথা চিত্রিত হয়েছে এই বইয়ে। তাদের আবেগ, ক্ষোভ, আক্ষেপকে ছন্দে লিপিবদ্ধ করার চেষ্টা ছিল। বর্তমান সমাজে পান থেকে চুন খসলেই যুবাদের যে মারকুটে স্বভাব পরিলক্ষিত হয়, তার থেকে কিঞ্চিৎ সরে এসে আত্মশুদ্ধির পথে আসার ইঙ্গিত আছে এখানে। প্রেম-বিরহে মানুষের মানসিক পরিবর্তন ও উত্তরণের চিত্র আকাঁ আছে এই বিস্তৃত সাদা ক্যানভাসে। যে চাতকের মেঘের সাথেই যত প্রীতি, সে চাতকরূপী মানুষের জন্য এই সৃষ্টি অমৃতস্বরূপ হবে, এই বাসনা হৃদয়-কুঠরে নিয়ে ছন্দাবদ্ধ এসব লেখা প্রকাশের প্রয়াস। একটি ভগ্ন-হৃদয় সমুদ্রের উদ্বেলিত তরঙ্গের উত্থান-পতনে উথলে ওঠা ভালোবাসার হাহাকার, আর্তনাদ, অভিমান, অনুযোগের অনুভূতিগুলো আলিঙ্গন করে পক্কতার দিকে এগোনোর গল্প চিত্রিত হয়েছে এই গ্রন্থে। এবং পুরনো আর নতুন প্রজন্মের সম্মিলনে নতুন আশার আলো যে দিকদিগন্তে নবধারায় ছড়াতে পারে তা চিত্রণের কিঞ্চিত প্রচেষ্টা। আর ক্রমান্বয়ে সিঁড়ি ভেঙে একটি সত্তার পরিপক্কতায় উত্তরণের ইঙ্গিত পেতে পারেন প্রথম থেকে শেষ অবধি ক্রমানুসারে পড়ে গেলে। প্রেম-পরিণয়ের সম্বন্ধে মানসিকভাবে পর্যুদস্ত মানুষের অনুভূতির কথা চিত্রিত হয়েছে এই বইয়ে। তাদের আবেগ, ক্ষোভ, আক্ষেপকে ছন্দে লিপিবদ্ধ করার চেষ্টা ছিল। বর্তমান সমাজে পান থেকে চুন খসলেই যুবাদের যে মারকুটে স্বভাব পরিলক্ষিত হয়, তার থেকে কিঞ্চিৎ সরে এসে আত্মশুদ্ধির পথে আসার ইঙ্গিত আছে এখানে। প্রেম-বিরহে মানুষের মানসিক পরিবর্তন ও উত্তরণের চিত্র আকাঁ আছে এই বিস্তৃত সাদা ক্যানভাসে। যে চাতকের মেঘের সাথেই যত প্রীতি, সে চাতকরূপী মানুষের জন্য এই সৃষ্টি অমৃতস্বরূপ হবে, এই বাসনা হৃদয়-কুঠরে নিয়ে ছন্দাবদ্ধ এসব লেখা প্রকাশের প্রয়াস। একটি ভগ্ন-হৃদয় সমুদ্রের উদ্বেলিত তরঙ্গের উত্থান-পতনে উথলে ওঠা ভালোবাসার হাহাকার, আর্তনাদ, অভিমান, অনুযোগের অনুভূতিগুলো আলিঙ্গন করে পক্কতার দিকে এগোনোর গল্প চিত্রিত হয়েছে এই গ্রন্থে। এবং পুরনো আর নতুন প্রজন্মের সম্মিলনে নতুন আশার আলো যে দিকদিগন্তে নবধারায় ছড়াতে পারে তা চিত্রণের কিঞ্চিত প্রচেষ্টা। আর ক্রমান্বয়ে সিঁড়ি ভেঙে একটি সত্তার পরিপক্কতায় উত্তরণের ইঙ্গিত পেতে পারেন প্রথম থেকে শেষ অবধি ক্রমানুসারে পড়ে গেলে।
আমার জন্ম ০২ জানুয়ারী । মা-বাবার কনিষ্ঠ সন্তান আমি । শৈশব কেটেছে গ্রামীণ পরিবেশে, বড় হয়েছি আদরে-আহ্লাদে আর পরিবারের নৈতিক মূল্যবোধের শাসনে । কলেজ জীবন থেকে শুরু করে আজ অবধি শহুরে জীবনই আলিঙ্গন করে আছি, যেখানে রন্ধ্রে-রন্ধ্রে গ্রামীণ আবেশ জড়িয়ে আছে । জীবনের হরেক রঙ্গা রশ্মির বিচ্ছুরণে কখনো ঠাঁই দাঁড়িয়ে, কখনো তুফানের মত ছুটে, কখনো হামাগুড়ি দিয়ে যাপন করে চলেছি জীবন । ভব-সমুদ্রে সাঁতার কাটতে-কাটতে ভাবের সাগরে ডুবে যাই প্রাইশই । আর তাতে বিঘ্ন ঘটে নৈমিত্তিক জীবন চলার গতিতে । তারপরও একটি বিন্দুতে ভাবের সাগরের উছলে পড়া জোয়ারকে অগ্রাহ্য করা কঠিন হয়ে পড়ে । আর সেই 'কঠিন' থেকেই হয়তো লেখালেখির শুরু ।