সবুর বাদশা একজন মননশীল মানুষ। ভালোবাসা কবির সহজাত প্রবৃত্তি। নিভৃতচারী এ কবির তৃতীয় কাব্যগ্রন্থ 'কাব্যচিত্র' নামকরণটি ঘিরেই রয়েছে একটি চমক। কুষ্টিয়া তথা বাংলাদেশের প্রগতিশীল চিন্তাধারার ৫ জন চিত্রশিল্পীর অংকিত কবির পোট্রেট স্থান পেয়েছে এই বইয়ে বা ভিন্ন মাত্রা যোগ করেছে। শিল্পীর ভালোবাসার এ এক অন্যন্য প্রকাশ। কবিতার কোনো সীমারেখা নেই, কবি সহজ সরল ও সাবলীল ভাষায় তাঁর লেখনীতে তুলে ধরেছেন সময়ের খন্ড খন্ড চিত্র। লিখেছেন কুষ্টিয়ার আঞ্চলিক ভাষায় কবিতা যে বিষয়টি কুষ্টিয়ার মানুষ হিসাবে তাঁর ভালোবাসার অসাধারণ প্রকাশ। এছাড়াও ইংরেজিতে অনুদিত ৭ টি কবিতা বইয়ে স্থান পাচ্ছে। আলাপচারিতায় কবি বলেন পূর্ণতা বলে কিছু নেই... আসলেই তাই। কবির কবিতা পড়লে মনে হবে একথা পাঠকের কথা এ কথা যেনো নিজের কথা। প্রকৃতি, প্রেম-ভালোবাসা, স্বপ্নচারিতা, বিরহ অথবা তীব্র ক্ষোভ উঠে এসেছে কবির কবিতায়। কবির কবিতা প্রকাশ করতে পেরে আমি আনন্দিত। কণ্ঠধ্বনি প্রকাশনী চায় সমমনা, প্রগতিশীল, ইতিহাস ও ঐতিহ্য কে ছাপার অক্ষরে দুই মলাটের মাঝে তুলে ধরতে। সবার জন্য রইলো নান্দনিক শুভেচ্ছা। যতদূর যাই, আমার জন্মভূমি তত বেশি বড়ো হতে থাকে...