সম্পদে-সংকটে বইতে অর্থনীতির ইতিহাস এবং হালফিলের কিছু অর্থনৈতিক তত্ত্বের পুনর্বিচারের প্রয়াস নিয়েছেন অর্থনীতিবিদ-প্রাবন্ধিক সনৎকুমার সাহা। শেষ কথা বলে অর্থনীতিতে কিছু নেই, যদিও বলার চেষ্টা করেন অনেকেই । তবু নানা রকমের তাত্ত্বিক ধ্যান-ধারণা গজায়। তর্ক-বিতর্কও বিরতিহীন চলে। ‘অর্থনীতি' শাস্ত্ৰ পাঠের কোনো ধরাবাঁধা ছক মেনে তাই এ বইয়ের প্রবন্ধগুলো লেখা হয়নি। বরং অর্থনীতি ও এর চর্চা নিয়ে কিছু জরুরি প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে। কোনো কোনো লেখা কথার পিঠে কথা—দেশ-বিদেশের একাধিক প্রখ্যাত অর্থনীতিবিদের রচনা নিয়ে ব্যাখ্যা-বিশ্লেষণ কিংবা মত-দ্বিমত। বৈশ্বিক অর্থনীতি নিয়ে এখানে যেমন আলাপ মিলবে, তেমনি বাংলাদেশের অর্থনীতির হালচাল সম্বন্ধেও কথাবার্তা রয়েছে। অতীত বাংলা ও স্বাধীন বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাস, উন্নয়নের ভালো-মন্দ নিয়ে বিতর্ক, দারিদ্র্যের অর্থনীতি কিংবা সাম্প্রতিক অর্থনীতিচর্চায় উত্থাপিত নারীর কথা—এমনই সব ভাবনা-জাগানিয়া বিষয় উঠে এসেছে এ বইয়ে । আছে কার্ল মার্কস ও ফ্রেডরিখ এঙ্গেলস বিষয়ে দুটি আলাদা আলাদা অনবদ্য প্রবন্ধ; যেখানে তাঁদের দেখা হয়েছে বর্তমানের পাটাতনে দাঁড়িয়ে। আলোচিত হয়েছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অথচ বিস্মৃত অর্থনীতিবিদ প্রয়াত মুশাররফ হোসেনের জীবন ও কীর্তির কথাও।
জন্ম : ১৯৪১। পড়াশোনা রাজশাহী বিশ্ববিদ্যালয় ও লন্ডন স্কুল অব ইকোনমিক্স-এ। ২০০৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে অধ্যাপনার পাঠ আনুষ্ঠানিকভাবে শেষ করেন। ২০১০ সাল থেকে তিনি বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের একজন সদস্য হিসেবে দায়িত্বপালন করছেন। নিয়মিত প্রবন্ধ লিখে থাকেন বিভিন্ন দেশি-বিদেশি সাহিত্যপত্রে ও জার্নালে। আগ্রহের বিষয় সমাজ-রাষ্ট্র-সাহিত্য-সংস্কৃতি। অর্থনীতি, রবীন্দ্রনাথ, সমাজ ও সাহিত্য বিষয়ে প্রবন্ধের বই আছে দশটি। ২০১৩ সালে তাঁকে প্রবন্ধসাহিত্যে বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়। ২০১৫-তে পেয়েছেন রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক। ১৪১৭ বঙ্গাব্দে তাঁর কবিতা-অকবিতা রবীন্দ্রনাথ বইটি মননশীল শাখায় প্রথম আলো বর্ষসেরা বই পুরস্কার লাভ করে।