বিন্যাস। যা একজন কবির আবেগ, অনুভূতি, উপলব্ধি ও চিন্তা করার সংক্ষিপ্ত রূপ এবং যে কোন পরিস্থিতিতে তা অত্যাবশকীয়ভাবে উপমা-উৎপ্রেক্ষা- চিত্রভিত্তিক আন্দোলিত সৃষ্টির উদাহরণ। অর্থাৎ যে কোন কাহিনির সংক্ষিপ্ত রুপই হচ্ছে কবিতা বা কাব্য। কবির প্রতিটি লেখাই কাহিনী নির্ভর। প্রেম-ভালোবাসা, প্রকৃতি, দ্বন্দ্ব, বিষন্নতা, দুশ্চিন্তা, উদ্বেগ বিভিন্নভাবে বিভিন্ন নির্যাতনে মানষিক রোগে আক্রান্ত হয়ে পড়া, কিছু ব্যক্তিগত-কিছু সামাজিক-কিছু পারিপার্শ্বিক অভিজ্ঞতা থেকে শব্দগুলোকে প্রাণ সঞ্চার করে বাক্যে রূপান্তর করেছেন। কথায় বলে, সুস্থ দেহ, সুস্থ মন, কর্মব্যস্ত সুখী জীবন। মানুষ হিসাবে বেঁচে থাকার জন্য এমন বাক্য যারা হৃদয়ে ধারণ করে এবং এই চেতনায় বিশ্বাসী হয়ে জীবন পরিচালনা করে, তারা সুস্থ জীবনযাপন করতে সামর্থ্য হয়। যে কোন পরিস্থিতিতে বিচলিত না হয়ে ভেঙ্গে না পড়ে অবিচল থাকা। কিছুটা ছাড় দিয়ে, মেনে নিয়ে অবস্থান অনুযায়ী সমস্যার স্বাভাবিক সমস্যা মিলে। লেখকের সব লেখায় অবস্থান অনুযায়ী জটিল সমস্যার একটা সহজ সমাধানে টেনেছেন ম্যাসেজ হিসাবে সার-সংক্ষেপ হিসেবে। নারী-পুরুষের বৈষম্য দূর করে দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে এই সমাজে একজন সত্যিকার মানুষ হিসেবে বেঁচে থাকার নাম-ই জীবন। আশা করছি, এই কাব্যগ্রন্থ থেকে হাসি- কান্না, সুখ-দুঃখের বিভিন্ন রকম ছোঁয়ায় সত্যিকার জীবন বোধের উপলব্ধি করতে পারবেন।