আল-কুরআনের জ্ঞান সর্বসাধারণের কাছে সহজ ভাষায় পৌঁছে দেয়ার সুতীব্র আকাঙ্খা নিয়েই অত্র অনুবাদ গ্রন্থখানি প্রস্তুত করা হয়েছে। এর মূল সংস্করণে অনুবাদের সাথে সাথে আয়াতে কারীমাও পরিবেশন করা হয়েছে। বহন ও ব্যবহারের সুবিধার্থে অত্র সংস্করণটিতে আয়াতে কারীমা সংযোজন করা হয়নি। এর বিশেষ একটি বৈশিষ্ট্য হলো, অনুবাদের আগেই প্রতিটি সূরায় আলোচনার ধারা শিরোনামে পুরো সূরার সার-সংক্ষেপ চমৎকারভাবে পেশ করা হয়েছে। অনুবাদের ক্ষেত্রে কুরআনের জন্য মানানসই ও যথাসম্ভব সহজ ভাষা প্রয়োগ করা হয়েছে। প্রয়োজনীয় স্থানে টীকায় বিষয়গুলো আরো পরিষ্কার করে দেয়া হয়েছে। উল্লেখ্য যে, প্রতিটি মুসলিম নর-নারীর জন্য অবশ্য কর্তব্য হলো, নিজে কুরআনের জ্ঞান অর্জন করা এবং অন্যের কাছে তা পৌঁছে দেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই, যে নিজে কুরআন শেখে এবং অন্যকে তা শেখায়।” [সহীহ বুখারী: ৫০২৭] আমাদের সমাজে যতো রকম অন্যায়-অনাচার, দুর্নীতি, অশ্লীলতা, বেহায়াপনা চলছে; তার প্রধানতম কারণ হলো, মুসলিম জনগোষ্ঠীর মাঝে কুরআনের শিক্ষার অভাব। এ অভাব পুরনের জন্য সামর্থ্যবানগণ এগিয়ে আসতে পারেন, যাতে প্রতিটি মুসলিম পরিবারে আল-কুরআনের অন্তত একটি অনুবাদ বা তাফসীর গ্রন্থ পৌঁছে যায়।