বহু প্রতীক্ষার পর অবশেষে 'আত্মঘাতী রবীন্দ্রনাথ", আত্মঘাতী বাঙালির দ্বিতীয় খণ্ড প্রকাশিত হলো। বাঙলা ও বাঙালির সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক জন্ম- নাড়ীর সম্পর্ক। বাঙলায় না জন্মালে রবীন্দ্রনাথকে এইরূপে আমরা পেতাম না। অপরপক্ষে বীন্দ্রনাথকে কিছুমাত্র না জানলে বাঙালির বাঙালিত্ব বজায় থাকে না। রবীন্দ্রনাথকে জানার চেষ্টা বাঙালির স্বরূপ উপলব্ধিরই প্রয়াস মাত্র। আত্মঘাতী বাঙালির দ্বিতীয় খণ্ড তাই রবীন্দ্রসত্তার একটি অন্যতম বা প্রধান অংশের চর্চা। এই গ্রন্থের বর্তমান পর্ব রবীন্দ্রজীবন ও রবীন্দ্রকীর্তির প্রভাত ও মধ্যাহ্নকালের সঙ্গে সংশ্লিষ্ট। স্বদেশবাসীর কাছ থেকে রবীন্দ্রনাথ সর্বদা সর্বত্র যে মধুর ও সহৃদয় ব্যবহার পেয়েছেন তা নয়। একাধিক ক্ষেত্রে অকারণ রূঢ়তা ও নিন্দার লক্ষ্য হয়েছেন। রবীন্দ্রনাথ সে সব নিন্দাবাদ অধিকাংশ ক্ষেত্রেই নীরবে সহ্য করেছেন, একেবারে অলীক বা অবাস্তব না হলে প্রতিবাদ করেন নি। তৎসত্ত্বেও বিদেশের প্রভূত সম্মান পাবার পরেও, স্বদেশবাসীর ভালোবাসা ও সমাদরের জন্য তাঁর মন পিপাসু ও চির-উৎসুক ছিল, এই আকাঙ্ক্ষাই রবীন্দ্রনাথের সত্তা, আদর্শ ও মননকে অনেক সময়ই আপসের পথে ঠেলে দিয়েছে।লেখক দীর্ঘদিন বিদেশে বাস করলেও, বাঙলা ও বাঙালির প্রতি তাঁর ভালোবাসার পরিচয় পাঠকমাত্রেই তাঁর আগের দুটি বইয়ে পেয়েছেন। এই বইয়ে রবীন্দ্রনাথের দ্বিধাবিভক্ত চরিত্রের রূপটি তিনি যে সুগভীর সহানুভূতির সঙ্গে ফুটিয়ে তুলেছেন, তা লেখকের বাংলা ও বাঙালি প্রেমের মতোই রবীন্দ্রনিষ্ঠা ও রবীন্দ্রকাব্যসাহিত্যপ্রেমের পরাকাষ্ঠা বললে অত্যুক্তি হবে না। আমাদের বিশ্বাস, এই গ্রন্থ তাঁর বিশাল পাঠকজগতের কাছে এক নতুন দিগন্ত উন্মোচন করে।আত্মঘাতী রবীন্দ্রনাথ অখণ্ড সংস্করণ নীরদচন্দ্র চৌধুরীর 'আত্মঘাতী বাঙালি' গ্রন্থের পরবর্তী অখণ্ড 'আত্মঘাতী রবীন্দ্রনাথ' দু'খণ্ড। বর্তমান গ্রন্থটি ঐ দু'খণ্ড একত্রে একটি অখণ্ড সংস্করণে প্রকাশিত হলো। আশা করি সহৃদয় পাঠকদের সংগ্রহের সুবিধা হবে। ভাদ্র ১৪১৫
Nirodchandra Chowdhury (জন্ম: ২৩ নভেম্বর, ১৮৯৭ - মৃত্যু: ১ আগস্ট, ১৯৯৯) একজন খ্যাতনামা দীর্ঘজীবী বাঙালি মননশীল লেখক ও বিশিষ্ট চিন্তাবিদ। স্কলার এক্সট্রাঅর্ডিনারী শীর্ষক ম্যাক্স মুলারের জীবনী লিখে ১৯৭৫ খ্রিষ্টাব্দে নীরদচন্দ্র চৌধুরী ভারত সরকার প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য সম্মাননা হিসেবে সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন। তিনি তাঁর ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি ও তীর্যক প্রকাশভঙ্গীর জন্য বিশেষভাবে আলোচিত ছিলেন।