‘গল্পে গল্পে সারাদিন’ বইটি মূলত: বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত ছোটগল্পের সংকলন। বেশিভাগ গল্পই নিজ পরিবেশে ঘটে যাওয়াÑ ঘটনার ছায়া ও কল্পনা মাত্র। কিছু কথা গল্পে-গল্পে ইতিহাসের প্রেক্ষাপট বর্ণনায় আসলেও- তা শতভাগ ইতিহাস নয়। লেখায় মুক্তিযুদ্ধ, রাজনীতি, অর্থনীতি, ধর্ম, মানবতা, বিজ্ঞান ও অতিপ্রাকৃত কল্পনার আশ্রয় নেয়া হয়েছে। কোনো চরিত্র বিন্যাসে- কোনো ব্যক্তিকে হেয় বা কোনো আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি এখানে নেই। যা কিছু লেখা হয়েছে তা গল্পের খাতিরে মাত্র। একুশ আমার অহংকার, একুশের বইমেলা আমার প্রাণের উৎসব। একুশের চেতনার কথা মনে রেখে একুশটি গল্পে সাজানো হলো আমার গল্পের বইটি। প্রতিটি গল্পের বর্ণে-বর্ণে ছড়ানো আছে আমার অহংকারের দীপ্তি। গল্পের দীপ্তি ও দাহ পাঠককে স্পর্শ করবে বলে আশা করি।‘গল্পে গল্পে সারাদিন’ বইটি মূলত: বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত ছোটগল্পের সংকলন। বেশিভাগ গল্পই নিজ পরিবেশে ঘটে যাওয়াÑ ঘটনার ছায়া ও কল্পনা মাত্র। কিছু কথা গল্পে-গল্পে ইতিহাসের প্রেক্ষাপট বর্ণনায় আসলেও- তা শতভাগ ইতিহাস নয়। লেখায় মুক্তিযুদ্ধ, রাজনীতি, অর্থনীতি, ধর্ম, মানবতা, বিজ্ঞান ও অতিপ্রাকৃত কল্পনার আশ্রয় নেয়া হয়েছে। কোনো চরিত্র বিন্যাসে- কোনো ব্যক্তিকে হেয় বা কোনো আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি এখানে নেই। যা কিছু লেখা হয়েছে তা গল্পের খাতিরে মাত্র। একুশ আমার অহংকার, একুশের বইমেলা আমার প্রাণের উৎসব। একুশের চেতনার কথা মনে রেখে একুশটি গল্পে সাজানো হলো আমার গল্পের বইটি। প্রতিটি গল্পের বর্ণে-বর্ণে ছড়ানো আছে আমার অহংকারের দীপ্তি। গল্পের দীপ্তি ও দাহ পাঠককে স্পর্শ করবে বলে আশা করি।