‘কবরে ভয়াবহ আযাবের বর্ণনা’ নামক গ্রন্থ রচনার জন্য দারুল মদিনা পাবলিকেশনের স্বত্বাধীকারী জনাব জহির উদ্দিন বাবর সাহেবের উৎসাহ ও নিরন্তর তাগাদার ফলে আলোর মুখ দেখতে পাচ্ছে। আলহামদুলিল্লাহ। আর আমারও প্রচণ্ড আগ্রহ ছিলো কবরে ভয়াবহ আযাবের বর্ণনা বিষয়ক একটি প্রামাণ্য গ্রন্থ রচনার। বর্তমান জামানার প্রখ্যাত মুবাল্লেগ হযরত মাওলানা তারিক জামিল সাহেব বিভিন্ন সময় কবরে ভয়াবহ আযাবের বর্ণনা দিয়ে বয়ান করেছেন, সেসব বয়ানের মূল্যবান অংশগুলো বাংলা ভাষায় রুপান্তরিত করে মুসলিম ভাই-বোনদের জন্য পেশ করা হলো। কুরআনের আয়াত, হাদীস, আসারে সাহাবা, তাবেঈন এবং পূর্বসূরি বহু আকাবিরে ওলামা, মাশায়েখ ও আল্লাহওায়ালা বুযুর্গদের নির্ভরযোগ্য চোখে দেখা বাস্তব ঘটনা অবলম্বনে তিনি গ্রন্থটি সাজিয়েছেন। সবচেয়ে চমৎকার বিষয় হলো, প্রায় প্রতিটি আলোচনার ক্ষেত্রে তিনি কুরআনের আয়াত, হাদীস, পত্রিকা ও বই-পুস্তক এর রেফারেন্স দিয়েছেন। তাই এ গ্রন্থটির গ্রহণযোগ্যতার এক অসাধারণ রূপ লাভ করেছে। প্রিয় পাঠক আল্লামা তারিক জামিলের অন্যান্য গ্রন্থটির মতো এই গ্রন্থটিও পড়ে উপকৃত হবেন এবং কবরের ভয় মনে ঢেলে হিদায়েতের পথে পরিচালিত হতে সহায়ক হবেন, ইনশাআল্লাহ! মহান স্রষ্টার কাছে আমার আবেদন, বান্দার এই ক্ষুদ্র শ্রমকে কবুল ও মঞ্জুর করে দ্বীন ও দুনিয়ার সফলতা দান করেন। আমীন। ইয়া রাব্বাল আলামীন!বিনয়াবনত
তারিক জামিল (যিনি মাওলানা তারিক জামিল নামে অধিক পরিচিত, জন্ম: ১ অক্টোবর ১৯৫৩) একজন প্রভাবশালী পাকিস্তানি দেওবন্দি ইসলামি পণ্ডিত, দায়ী এবং তাবলিগ জামাতের সদস্য। ইসলাম প্রচারক হিসেবে তার সাধারণ জীবনযাত্রা এবং পাশাপাশি উর্দু ও আরবিতে সাবলীল বক্তৃতা তাকে মুসলিম বিশ্বজুড়ে খ্যাতি এনে দিয়েছে। মন্ত্রী, ব্যবসায়ী, অভিনেতা, খেলোয়াড় থেকে শুরু করে সকল স্তরের মানুষকে তিনি প্রভাবিত করতে সক্ষম হয়েছেন।[১] শিক্ষাজীবনে তিনি তাবলিগ জামাত দ্বারা অনুপ্রাণিত হয়ে ডাক্তারি পড়াশোনা ছেড়ে নিজেকে ইসলাম শিক্ষায় নিয়োজিত করেছিলেন। ধর্ম প্রচারের পাশাপাশি সমাজসেবা ও শিক্ষায় অবদানের অংশ হিসেবে তিনি মাওলানা তারিক জামিল ফাউন্ডেশন, জামিয়া আল হুসায়নিয়া মাদ্রাসা ও মিম একাডেমি প্রতিষ্ঠা করেছেন। ২০২১ সালে তিনি এমটিজে ব্র্যান্ড নামে একটি কাপড় ব্যবসায়ী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। জনপ্রিয় বক্তা হিসেবে তিনি সবসময় বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ জন মুসলিম জরিপে শীর্ষ ৫০-এ অন্তর্ভুক্ত হন। তিনি দুইবার প্রাইড অব পারফরম্যান্স পুরস্কার জিতেছেন।