يَا رَبِّ لَكَ الْحَمْدُ كَمَا يَنْبَغِىْ لِجَلَالِ وَ جْهِكَ وَعَظِيْمِ سُلْطَانِكَথ সমুদয় প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ তাআলার জন্য। যিনি আমাদেরকে ‘আল কুরআনের বিশেষ বিশেষ সূরা ও আয়াতসমূহের ফজিলত’ নামক মূল্যবান গ্রন্থটি সংকলন, সম্পাদনা ও প্রকাশ করার তাওফিক দান করেছেন। সালাত ও সালাম বিশ্বমানবতার মুক্তির দূত রাসূলে কারীম # এর প্রতি । আল কুরআন হলো রাসূল #-এর বাস্তব প্রতিচ্ছবি। সাহাবায়ে কেরাম আয়েশা ! কে জিজ্ঞেস করলেন রাসূল #-এর চরিত্র কেমন? তিনি বললেন- كَانَ خُلُقُهُ اَلْقُرْاٰنُ তাঁর চরিত্র হলো কুরআন। সুতরাং রাসূল # -এর চরিত্র জানতে হলে কুরআন জানতে হবে। যে যত বেশি কুরআন জানে সে ততবেশি রাসূল #-এর চরিত্র সম্পর্কে জানে। আর মুমিন মাত্রই কুরআন জানবে এটাই স্বাভাবিক। কুরআন না জানলে অজ্ঞ মুমিন বা নামকা ওয়াস্তে মুমিন হবে। আমরা গ্রন্থটিতে কুরআন মাজীদের পরিচয়, শিখার, তিলাওয়াত করার ফজিলত এবং ধারাবাহিকভাবে বিভিন্ন সূরা ও আয়াতের ফজিলত সহীহ হাদীসের আলোকে উপস্থাপন করতে চেষ্টা করেছি। আশা করি জ্ঞানসন্ধিৎসু ও আমলকারীরা তা থেকে উপকৃত হতে পারবে, ইনশাআল্লাহ। গ্রন্থটি প্রকাশে যাদের সার্বিক সহযোগিতা পেয়েছি তাদের সবার জন্য আল্লাহর নিকট দু‘আ করি, তিনি যেন তাদেরকে উত্তম বিনিময় দান করেন। বইটিতে কোনো প্রকার ত্রুটি-বিচ্যুতি পরিলক্ষিত হলে দৃষ্টি আকর্ষণ করলে পরবর্তী সংস্করণে সংশোধন করার প্রতিশ্রুতি রইল। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামীনের নিকট বিনীত ও কায়মনো বাক্যে দু‘আ করি এভাবে- رَبَّنَاۤ اٰتِنَا فِى الدُّنْيَا حَسَنَةً وَّفِى الْاٰخِرَةِ حَسَنَةً وَّقِنَا عَذَابَ النَّارِ হে আমাদের প্রতিপালক! তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করো এবং আখিরাতেও। আর আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো। (সূরা বাকারা-২০১)