বিনোদ দাশগুপ্তছিলেন বাংলাদেশের স্বনামধন্য শক্তিশালী সাংবাদিক, বলিষ্ঠ কলামিস্ট ও লেখক এবং বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব। বিনোদ দাশগুপ্ত এমন ব্যাক্তিত্বের মানুষ ছিলেন, যিনি আদর্শ, মূল্যবোধ, সংগ্রাম এবং আত্মত্যাগের মশাল হাতে এগিয়ে গিয়েছেন তাঁর সারাটি জীবন ধরে। জীবনবোধে সমৃদ্ধ এই মানুষটি মা-মাটি-মানুষের প্রতি তার অকৃতিম ভালবাসার কারণেই কখনো ব্যাক্তিস্বার্থকে প্রাধান্য দেননি, বরং নিজেকে বিলিয়ে দিয়েছেন অকুতোভয় জীবনসৈনিক হিসেবে নিজস্ব জীবনদর্শন ও নীতিবোধের তাগিদে। জীবনের বাঁকে বাঁকে নানা অত্যাচার, বিপদ, মৃত্যুর হুমকি তাঁর চলার পথকে বাধাগ্রস্থ করেছে,.... এমনকি একাধিকবার কারাবরণও করেছেন, তবুও মাথা নোয়াবার মানুষ ছিলেন না বিনোদ দাগুপ্ত। এই ত্রয়ী সংকলনের ভূমিকায় বেশ ক'জন শ্রদ্ধাভাজন ব্যাক্তিত্ব বিনোদ দাসগুপ্তের সম্পর্কে লিখেছেন- সিরাজুল ইসলাম চৌধুরী, মনসুর মুসা, শাহরিয়ার কবির প্রমুখ। বিনোদ দাসগুপ্তের ঘনিষ্ট জন হিসেবে তাঁরা স্মৃতিচারণ করেছেন তাঁদের ব্যাক্তিগত অভিজ্ঞতা এবং জানার পরিধি থেকে। সেখানেও আমরা দেখতে পাই তিনি কতটা অভিজ্ঞ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক ছিলেন, কতোটা গভীর ও বলিষ্ঠ ছিল তাঁর ব্যাক্তিত্ব এবং মননশীলতা। দেশের প্রতি, দেশের মানুষের প্রতি তাঁর অগাধ ভালবাসার প্রতিফলন ঘটেছে তাঁদের লেখা জুড়ে। একজন সৎ, সাহসী, নীতিবান আলোকিত মানুষ হিসাবে তিনি ছিলেন স্বমহিমায় ভাস্বর। তাঁর জীবনের কর্মের ব্যাপ্তি ও মাহাত্য তাঁকে করেছে সবার জন্য একটি উদাহরণ, অনুপ্রেরণার উৎস।