লেখক দোলন কান্তি দত্ত ১৯৫৭ সালে ৬ই ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার অন্তর্গত কাঞ্চনা গ্রামে জন্মগ্রহন করেন। তার পিতা ছিলেন স্কুল শিক্ষক এবং মাতা গৃহিনী। তিনি নিজ গ্রামের স্বনামধন্য উচ্চবিদ্যালয় এ,কে,বি,সি ঘোষ ইনষ্টিটিউট থেকে এস,এস,সি ও সাতকানিয়া মহাবিদ্যালয় থেকে এইচ,এস,সি এবং রসায়ন শাস্ত্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যথাক্রমে অনার্স ও এম,এসসি ডিগ্রী লাভ করেন। এরপর তিনি কয়েকটি স্কুল ও কলেজে সাময়িকভাবে শিক্ষকতার অভিজ্ঞতা অর্জন করেন এবং অনুরুপভাবে কয়েকটি বেসরকারী প্রতিষ্ঠানেও স্বল্পকালীন চাকরী করার পর সরকারী চাকরীতে যোগদান করতঃ বিগত কয়েক বছর আগে অবসর গ্রহন করেন। লেখালেখি শুরু স্কুল জীবন থেকেই। ইতিপূর্বে আঞ্চলিক বিভিন্ন সুভেন্যুর, সাময়িকী, দেয়াল পত্রিকা ইত্যাদিতে তাঁর কিছু কবিতা, সাহিত্য বিষয়ক লেখনী প্রকাশিত হয়। বিগত ২০১৫ সালে বাংলা একাডেমি আয়োজিত ২১শে বই মেলায় “পূর্বা প্রকাশনী” থেকে তার প্রথম কবিতার বই “স্মৃতির পাতা থেকে” প্রকাশিত হয়। এরপর নানা কারনে বেশ কয়েক বৎসর কোন বই প্রকাশিত না হলেও এবারের ২০২৩ সালের ২১শের বই মেলায় তাঁর প্রকাশিত অপর গ্রন্থ- ভাগ্যের লিখন।