কবি যে কবিতাগুলো লিখেছেন সেগুলো সময়মতো প্রকাশ করার ঐকান্তিক ইচ্ছা থাকা সত্ত্বেও বিভিন্ন কারণে তা করা সম্ভব হয়নি, সে জন্য আমরা যাদের উপরে এগুলো সময়মতো প্রকাশের দায়িত্বে ছিল, তারা সবাই কবির কাছে ক্ষমা প্রার্থী। বিলম্বে হলেও কবি এবং আমাদের সবার বাসনা পূর্ণ করে কবিতা বইখানি প্রকাশ করতে পেরে আনন্দবোধ করছি। বইখানি প্রকাশের ব্যাপারে পিরোজপুর সরকারী বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব জনাব মোঃ হারুনুর রশীদ (এম.এ., বি.এড) সাহেব ঐকান্তিকভাবে প্রচেষ্টা ও সাহায্য করেছেন, আমি তার কাছে কৃতজ্ঞ। তা ছাড়া আমার শ্রদ্ধেয় শিক্ষক মরহুম লুৎফর রহমান এবং শ্রদ্ধেয় বড় ভাই বাহাদুরপুর হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ ছফির উদ্দিন আমাকে সাহায্য এবং উৎসাহিত করেছেন। সংশ্লিষ্ট বইটি প্রকাশের ব্যাপারে যারা সাহায্য করেছেন তারা সবাই স্মৃতির নির্মল কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ থাকবেন। জীবনের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে কবির লিখিত কবিতাগুলো পড়ে পাঠক পাঠিকা যদি আনন্দ এবং দেশ ও জীবন গঠনের কোনো ঈঙ্গিত পান তা'হলে বইখানি প্রকাশের উদ্দেশ্য সফল এবং শ্রম সার্থক হবে। ভুলত্রুটি থাকা স্বাভাবিক। পাঠক-পাঠিকা সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এ আশা পোষণ করি। ত্রুটি-সংশোধন ও গঠনমূলক উপদেশ সাদরে গৃহীত হবে।