আলহামদুলিল্লাহ! এর আগেই আমরা বইটির ৫ম খণ্ড প্রকাশ করেছি। বিভিন্ন কারণে বইয়ের চতুর্থ খণ্ডটি প্রকাশ করতে দেরি হলো। এখন সর্বতোভাবে এই খণ্ডটি প্রকাশের জন্য প্রস্তুত হয়ে গেছে। এর মাধ্যমে সমস্ত কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রায় ১৫০০ আয়াতের উপর আলোচনা শেষ হলো। এই খণ্ডে সুরাহ আশ শোয়ারা থেকে সুরাহ ছোয়াদ পর্যন্ত প্রায় ২৫৪টি আয়াতের ওপর আলোচনা হয়েছে। কোরআনের উপর আলোচনার কোনো শেষ নেই। তাই আমাদের এই আলোচনা চলতেই থাকবে ইনশাআল্লাহ। অনেক পাঠক আমাকে প্রশ্ন করেছেন, আমরা কেন কোরআনকে আলোচনার জন্য বেছে নিলাম? বাজারে হাজার হাজার বই রয়েছে কোরআনের উপরে। সেগুলো কি পাঠকের জন্য যথেষ্ট নয়? সত্যিই হাজার হাজার বই রয়েছে, কিন্তু বিজ্ঞান ভিত্তিক কোনো আলোচনা এখনও আমার চোখে পড়েনি। গত একশত বছরে বিজ্ঞানের যে অভূতপূর্ব আবিষ্কার হয়েছে, তাতে কোরআনের অনেক আয়াতের ব্যাখ্যা অতি সহজ হয়ে গেছে, অনেক আয়াতের ব্যাখ্যা নতুনভাবে করতে হচ্ছে। আসলে এই ভাবনাই আমাকে এই আলোচনায় নিয়ে আসে। প্রথমে আমি শুধু বিজ্ঞান ভিত্তিক আয়াতগুলো নিয়ে কাজ শুরু করি। কিন্তু পরে অন্য ধরনের আয়াতও আমরা গ্রহণ করি। এতে বইয়ের কলেবর ও খণ্ড সংখ্যা বেড়ে পাঁচ-এ দাঁড়ায়। তবে শুধু বিজ্ঞান ভিত্তিক আয়াতগুলো নিয়ে একটা আলাদা বই প্রকাশ করার ইচ্ছেও আমাদের রয়েছে। আগেও বলেছি, বইয়ে প্রকাশিত আয়াতগুলো রুটিন মাফিক ফেসবুকে পোস্ট আকারে দেওয়া হয়। সেখানে সুপ্রিয় পাঠকবৃন্দ নানা রকম আলোচনা করেন, তাদের সুচিন্তিত কমেন্টগুলো দিয়ে আমাদেরকে আরও সমৃদ্ধ করেন। পরবর্তী সংস্করণ প্রকাশের সময় আমরা পাঠকবৃন্দের এই মন্তব্যগুলো গুরুত্বের সাথে বিবেচনা করি। এই বইটিতে যে আরবি আয়াতগুলো ব্যবহার করা হয়েছে তার বাংলা অনুবাদ নেওয়া হয়েছে নেট থেকে। অনেক সতর্কতা অবলম্বনের পরেও কিছু বানান বিভ্রাট ও অন্যান্য ভুল থাকতে পারে। আশা করি পাঠকবৃন্দ সেগুলো ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের জানালে পরবর্তী সংস্করণে সংশোধন করা হবে, ইনশাআল্লাহ। অন্যান্য পরামর্শও ধন্যবাদের সাথে সাদরে বিবেচনা করা হবে। বইটি প্রকাশের ভার নিয়েছেন 'কুষ্টিয়া প্রকাশন' এবং এর সত্ত্বাধিকারী জনাব রাব্বুল ইসলাম খান। তিনি সর্বাত্মকভাবে আমাদের সাহায্য করে চলেছেন। বইটি কম্পোজ করেছেন আমার ছোট ভাই মোঃ রেজাউর রহমান, প্রচ্ছদ তৈরি করেছেন তারই বড় ছেলে নাইম রেজা। আল্লাহ আমাদের সকলের এই প্রচেষ্টা কবুল করুন। আমিন ।।