পৃথিবীর শুদ্ধতম প্রেম কুরআন প্রেম। কুরআন আল্লাহ তায়ালার কিতাব, তাঁরই কালাম; শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিলের মাধ্যমে শ্রেষ্ঠ রাসুল মুহাম্মাদ ﷺ -এর ওপর এটি নাজিল করেছেন। কুরআনকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা। সেজন্য কুরআনের সর্বাধিক প্রেমিক ছিলেন প্রিয় নবী ও তাঁর সাহাবিগণ। তাঁরা যখন কুরআন পড়তেন অথবা শুনতেন, তখন তাঁদের হৃদয়ে বিপ্লব শুরু হয়ে যেত এবং হৃদয়ে প্রকৃত প্রেমাস্পদের স্মরণ ও ভালোবাসার উত্তাল তরঙ্গ সৃষ্টি হতে থাকত। ‘যেমন ছিল নবীজি ﷺ ও সালাফদের কুরআন-প্রেম' এই গ্রন্থের পৃষ্ঠায় পৃষ্ঠায় কুরআন-প্রেমীদের এমন বহু গল্পের সমাহার রয়েছে। গ্রন্থটি পাঠান্তে অবচেতনেই পাঠক একজন কুরআন-প্রেমী হয়ে উঠবেন। পড়তে পড়তে পৃথিবীর শুদ্ধতম প্রেমের সাগরে অবগাহন করতে থাকবেন। জানতে পারবেন— কুরআনকে ভালোবাসার অর্থ কী, কেন ভালোবাসা উচিত কুরআনকে, কুরআন নাজিলের হেতু কী ছিল। তারপর কুরআনের দ্বারা নিজের জীবনকে আলোকিত করার দৃঢ় প্রত্যয় নিয়েই ক্ষান্ত হবেন। লেখক বইয়ের শুরুতে কুরআন তিলাওয়াতের ফযীলত, আদব ও উপকারিতা বর্ণনা করেছেন। কুরআনের বৈশিষ্ট্য, নামসমূহ এবং এর রহস্য নিয়ে দীর্ঘ ভূমিকা টেনেছেন। রাসুলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম থেকে শুরু করে তাবিয়িন, তাবে তাবিয়িন এবং তাদের পরবর্তী সময়ের যুগযুগান্তরের বহু কুরআন-প্রেমীর গল্প নান্দনিক উপস্থাপনায় উঠে এসেছে এই গ্রন্থে। আর অনুবাদক এতই মুনশিয়ানা দেখিয়েছেন যে, পাঠক টেরই পাবেন না যে, এটি একটি অনূদিত গ্রন্থ। তিনি এতই সচেতনভাবে কাজটি আঞ্জাম দিয়েছেন যে, মূল বইয়ের স্বাদ একটুও ক্ষুণ্ণ হয়নি। পৃষ্ঠায় পৃষ্ঠায় রয়েছে অনুবাদকের অক্লান্ত পরিশ্রমের ছাপ। বাংলা ভাষাভাষী পাঠকদের জন্য এ এক অমূল্য রত্ন বইকি! .
মাওলানা মুহাম্মদ আসলাম শেখোপুরী রহিমাহুল্লাহ। ১৯৫৯ খ্রিষ্টাব্দে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের অন্তর্গত শেখোপুর জেলায় জন্মগ্রহণ করেন। তার সম্মানিত পিতার নাম মুহাম্মদ হুসাইন। বংশগতভাবে তারা ছিলেন জমিদার। মাওলানা শেখোপুরী রহ. যখন মাত্র তিন বছরের শিশু, তখন পক্ষাঘাতের শিকার হন। সেই থেকে তিনি সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যান এবং হুইলচেয়ারের উপর নির্ভরশীল হয়ে পড়েন। শিশুকাল থেকেই তার মধ্যে পড়াশোনার অদম্য স্পৃহা লক্ষ করা গেছে। প্রতিমুহূর্তে তিনি পড়ার জন্য অস্থির থাকতেন। আল্লাহ তায়ালা তাকে তুখোর মেধা ও স্মৃতিশক্তি দান করেছিলেন। তিনি একবার যা পাঠ করতেন, তা তার স্মৃতির অংশ হয়ে যেত। মাওলানা শেখোপুরীর বয়স যখন ৯ বছর এবং যখন তিনি চতুর্থ শ্রেণিতে পড়েন, তখন গ্রামের ইমাম সাহেবের পরামর্শে বাবা তাকে হিফজ পড়ানোর জন্য সম্মত হন। মাত্র ১১ মাসে তিনি পূর্ণ কোরআন মুখস্থ করে গ্রামবাসী ও আত্মীয়স্বজনকে অবাক করে দেন । নিজ গ্রামেই দরসে নেজামির প্রাথমিক শিক্ষা সমাপ্ত করার পর তিনি মাওলানা সারফারাজ খান সফদার রহ. এর জামিয়া নুসরাতুল উলুমে ভর্তি হন। সেখান থেকে উচ্চতর পড়াশোনার জন্য জামিয়াতুল উলুমিল ইসলামিয়া করাচিতে চলে যান। সেখানে তিনি মাওলানা ইউসুফ বানুরি, মাওলানা ওয়ালি হাসান টুঙ্কি, মাওলানা মুহাম্মদ ইউসুফ লুধিয়ানবির মতো বিশ্বখ্যাত মনীষী আলেমদের সান্নিধ্য লাভ করেন । জামিয়া বানুরিয়া আল-আলামিয়্যায় মাওলানা শেখোপুরী দীনী ইলম শিক্ষাদানের মহান খেদমতে ব্ৰতী হন। জামিয়া বানুরিয়ার পর তিনি জামিয়াতুর রশিদ আহসানাবাদে তাফসির ও হাদিসের উসতাদ হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। সাত বছর এই প্রতিষ্ঠানে তার দীনী খেদমত আনজাম দেওয়ার সুযোগ হয় ৷ আল্লাহ তায়ালা মাওলানাকে অধ্যয়নের রুচিবোধ দান করেছিলেন। পাশাপাশি তাকে দিয়েছিলেন পাঠদানের যোগ্যতা এবং মানুষকে বোঝানোর এক আশ্চর্য ক্ষমতা । তার আলোচনা হতো অত্যন্ত চমৎকার ও হৃদয়গ্রাহী। অল্পসময়ের ব্যবধানেই মানুষের মধ্যে তার আলোচনার ব্যাপক সাড়া পড়ে যায়। তারই পরিপ্রেক্ষিতে ২০০৩ সাল থেকে তিনি কোরআনের দরস দিতে শুরু করেন । অল্প সময়ের মধ্যে আল্লাহ তায়ালা তার কোরআনের দরসগুলোর এত অধিক গ্রহণযোগ্যতা দান করেন যে, পৃথিবীব্যাপী অসংখ্য মানুষ তার দরস শোনার অপেক্ষায় থাকত। তিনি সেই আলোচনা বিশ পারা পর্যন্ত সম্পন্ন করে যেতে পেরেছিলেন। বিভিন্ন বিষয়ে প্রদত্ত তার কোরআন ও হাদিসের দরসের সংখ্যা ২০০০ থেকেও অধিক । মাওলানার লেখালেখি সম্পর্কে যথার্থই বলা যায় যে, তিনি ছিলেন উরদু ভাষার একজন রুচিবান ও গতিশীল সাহিত্যিক আলেম । তার লেখায় অন্যরকম এক প্রভাব ও আকর্ষণ ছিল। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা দুই ডজনেরও বেশি। তার মধ্যে উল্লেখযোগ্য- তাফসিরে তাসহিলুল বয়ান (অসমাপ্ত), উশাকে কোরআন কে ঈমান আফরোজ ওয়াকেয়াত, বড়ো কা বাচপান, তাফহিমাতে রসে সহিহ মুসলিম, খোলাসাতুল কোরআন ও আহসানুল কাসাস । মাওলানার সবচেয়ে বেশি আগ্রহ ছিল তাফসিরে তাসহিলুল বয়ান নিয়ে; কিন্তু তা তিনি পূর্ণ করে যেতে পারেননি। চারটি খণ্ড পূর্ণ হয়েছিল এবং পঞ্চম খণ্ডের কাজ প্রায় শেষপর্যায়ে ছিল; এমন অবস্থাতেই দুনিয়াকে তিনি আলবিদা জানান । ‘কোরআনের দরস’কে দুনিয়াব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য তিনি দরসেকোরআনডটকম নামে একটি ওয়েবসাইট চালু করেছিলেন। ১৩ মে ২০১২ তারিখে দরসে কোরআন অনুষ্ঠান থেকে ফেরার পথে পাকিস্তানের করাচি শহরে আততায়ীর গুলিতে তিনি শহিদ হন। তার জানাজা পড়িয়েছেন মুফতি তাকি উসমানি হাফিজাহুল্লাহ। জানাজাপূর্ব সংক্ষিপ্ত ভাষণে লক্ষাধিক মানুষের উপস্থিতিতে তিনি বলেছিলেন, “মাওলানা আসলাম শেখোপুরীর জন্য এ বড় সৌভাগ্যের বিষয় যে, সারা জীবন তিনি কোরআন ও হাদিসের কাজে ব্যস্ত ছিলেন। অবশেষে কোরআনের দরস থেকে ফেরার পথেই শহিদ হলেন' । অন্যত্র তিনি বলেন, ‘চলৎশক্তিহীন মাওলানা শেখোপুরী মানুষকে কোরআনের প্রতি আহ্বান জানাতেন। তাকে এজন্যই শহিদ করা হয়েছে যে, কোরআনের প্রকৃত বার্তার সাথে তিনি মানুষকে পরিচয় করিয়ে দিতেন'। মহান আল্লাহর দরবারে আমরা কায়মনোবাক্যে প্রার্থনা করি, তিনি যেন তাকে জান্নাতুল ফেরদাউসে স্থান দান করেন। আমিন।