ধরুন, আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন, সেই প্রশ্নপত্রে ৩০/৪০টি সাধারণ জ্ঞান প্রশ্ন আছে। যার মধ্যে ১৫-২০টি প্রশ্ন পূর্বের পড়া প্রশ্ন থেকে হুবহু কমন পেয়েছেন। নিশ্চিই সেই কমন প্রশ্নগুলো নির্ধারিত সময়ের অনেক আগেই উত্তর করতে পারবেন। আর এই নিশ্চিত উত্তর করতে পেরে এবং হাতে যথেষ্ট সময় থাকায় আপনি আত্মবিশ্বাসী হয়ে অন্যান্য প্রশ্নগুলোও পর্যাপ্ত সময়ে ভালোমতো পড়ে উত্তর করতে পারবেন। সুতরাং পূর্বের পড়া প্রশ্ন থেকে কিছু প্রশ্ন হুবহু কমন পেলে একটি ভালো পরীক্ষা নিশ্চিত করা যায়। আর এই ভালো পরীক্ষা নিশ্চিত করার জন্য আপনাকে কিছু নির্ধারিত প্রশ্ন পড়তে হবে। যেমন- ✅ ঢাবির বিগত প্রশ্ন থেকে ঢাবি, বিসিএস-সহ অন্যান্য সকল নিয়োগ পরীক্ষায় কিছু প্রশ্ন হুবুহু এসে থাকে। আবার, বিসিএসের বিগত প্রশ্ন থেকে ঢাবি, বিসিএস-সহ অন্যান্য নিয়োগ পরীক্ষায় কিছু প্রশ্ন হুবুহু এসে থাকে। তাই ঢাবির ২টি ইউনিটের সাধারণ জ্ঞান ও বিসিএস প্রিলির সাধারণ জ্ঞান অংশ পর্যায়ক্রমে সাল ও ইউনিট অনুসারে দেওয়া হয়েছে। ✅ প্রায় শিক্ষার্থীদের দেখেছি, ঢাবির যে ইউনিটে পরীক্ষা দেয় কেবল সে ইউনিটের প্রশ্ন ব্যাংক সলভ করে। কিন্তু ঢাবিতে বহুবার দেখেছি, এক ইউনিটের প্রশ্ন অন্য ইউনিটে অহরহ এসেছে। তাই সবদিক মাথায় রেখে এই একটি বইতে "QUESTION REVIEW" ঢাবির সকল (খ ও ঘ) ইউনিটের সাধারণ জ্ঞান প্রশ্ন সাল ও ইউনিট অনুসারে দেওয়া হয়েছে এবং বিসিএস প্রিলির ১০ম থেকে সর্বশেষ প্রশ্ন তো থাকছেই! ✅ বইটি পড়লে BUP, রাবি, গুচ্ছ ভর্তি, ঢাবিসহ সকল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ও বিসিএস প্রিলিতে অনেক প্রশ্ন হুবহু কমন পাওয়া যাবে। ✅ ঢাবি ও বিসিএস এর জন্য আলাদা কোনো প্রশ্ন ব্যাংক পড়া লাগবে না, এই এক বইতে সব রয়েছে। ✅ শুধু বর্তমান সিলেবাসভুক্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে, যাতে পড়তে কোনো বাঁধা-বিঘ্নতা না আসে। আর আগের প্রশ্নগুলো বর্তমান সিলেবাস অনুযায়ী পরিবর্তন করে দেওয়া হয়েছে। ✅ বারবার আসা প্রশ্নগুলো কেবল একবার দেওয়া হয়েছে। সুতরাং মনের মতো ভালো একটি পরীক্ষা নিশ্চিত করতে আজই সাধারণ জ্ঞান QUESTION REVIEW বইটি সংগ্রহ করে পড়া শুরু করুন।