এসএসসি প্যারালাল টেক্সট রসায়ন ৪র্থ অধ্যায়। নবম-দশম শিক্ষার্থীদের জন্য এই বইটি রচনা ও সম্পাদনা করেছে উদ্ভাস একাডেমিক ও এডমিশন কেয়ার। মাধ্যমিক পর্যায়ে পাঠ্যবইয়ের তাত্ত্বিক আলোচনা সহজভাবে শিক্ষার্থীদের বুঝাতে এই বইটি সহায়ক। নবম-দশম শ্রেণির নির্দিষ্ট বিভাগভিত্তিক পড়াশোনায় কমন বিষয়গুলোর বাইরে বিজ্ঞান বিভাগের বইগুলো তুলনামূলক কঠিন। তাই বিষয়গুলোর সহজবোধ্য বিশ্লেষণ ও সুষম প্রস্তুতি নিশ্চিত করতে এসএসসি প্যারালাল টেক্সট রসায়ন ৪র্থ অধ্যায় বইটি। বইটিতে বোর্ড বইয়ের আলোকে টপিক ভিত্তিক সহজবোধ্য আলোচনা, সচিত্র উদাহরণ, গাণিতিক সূত্রাবলী বোর্ড পরীক্ষার প্রশ্ন, সমাধান ও অনুশীলনী দিয়ে সাজানো হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা অধ্যায় ৪- ‘পর্যায় সারণি’ এর প্রতিটি বিষয় সহজেই বুঝতে পারবে। নির্দেশক শিক্ষার্থীদের বুঝার সুবিধার্থে গুরুত্বপূর্ণ সংজ্ঞা, বৈশিষ্ট্য, পার্থক্য নির্দেশকের মাধ্যমে আলাদা করা হয়েছে। বইতে প্রতিটি টপিক আলোচনার মধ্যেই এই নির্দেশকগুলো দেওয়া হয়েছে। সচিত্র উদাহরণ উদ্ভাস এসএসসি রসায়ন ৪র্থ অধ্যায় বইতে প্রতিটি টপিক আলোচনার পরে রয়েছে সচিত্র উদাহরণ। বিভিন্ন উদাহরণ, পার্থক্য, ব্যতিক্রম রঙিন চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। এতে টপিকের বাস্তব প্রয়োগ এবং সমস্যা সমাধান সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরবর্তী আলোচ্য বিষয়গুলোও বুঝতে সাহায্য করবে। সতর্কতা নোট উদ্ভাস এসএসসি রসায়ন ৪র্থ অধ্যায় বইতে আছে সতর্কতা নোট। শিক্ষার্থীদের যেসব বিষয়ে সাধারণত ভুল হয়, সেসব বিষয় ‘সতর্কতা’ এর মাধ্যমে দেওয়া হয়েছে। মনে রাখার নির্দেশক বইতে আলোচ্য বিষয়গুলোর মধ্যে যে বিষয়গুলো বিশেষভাবে মনে রাখতে হবে সেগুলো ‘মনে রাখবে’ নির্দেশকের মাধ্যমে আলাদা করা হয়েছে। জেনে রাখার নির্দেশক শিক্ষার্থীদের যে বিষয়গুলো বিশেষভাবে জেনে রাখতে হবে সেই বিষয়গুলো ‘জেনে রাখো’ নির্দেশক দিয়ে আলোচনা করা হয়েছে। পাঠ্য বইয়ের অনুশীলনী শিক্ষার্থীদের অনুশীলনী করার জন্য বইটিতে (SSC Parallel Text Chemistry Chapter 4) রয়েছে বোর্ড বইয়ের বহুনির্বাচনী ও সৃজনশীল প্রশ্ন। এর সঙ্গে নমুনা উত্তরও দেওয়া হয়েছে। এছাড়া আছে ‘নিজে করো’, ‘চিন্তা করে উত্তর দাও’, ‘ মাথা খাটাও’ সূচক নির্দেশক। যেখানে নিজে নিজে অনুশীলন করার জন্য গাণিতিক সমস্যা দেওয়া আছে। প্র্যাক্টিস প্রব্লেম শিক্ষার্থীদের অধিক অনুশীলনের জন্য রয়েছে ‘প্র্যাক্টিস প্রব্লেম’। গুরুত্বপূর্ণ প্র্যাক্টিস প্রব্লেম CQ (সৃজনশীল প্রশ্ন) ও MCQ (বহুনির্বাচনী) গুলো সমাধান করে শিক্ষার্থীরা নিজেদের যাচাই করতে পারবে। গাণিতিক সূত্রাবলী শিক্ষার্থীদের অনুশীলনের জন্য একত্রে সব গুরুত্বপূর্ণ সূত্র দেওয়া হয়েছে এই বইতে (SSC Parallel Text Chemistry Chapter 4)। টপিক ভিত্তিক বোর্ড প্রশ্নোত্তর প্রতিটি অধ্যায়ের টপিক আলোচনার শেষে রয়েছে টপিক ভিত্তিক বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন ও সমাধান। এসএসসি শিক্ষার্থীদের রসায়ন বিষয়ে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে এসএসসি প্যারালাল টেক্সট রসায়ন ৪র্থ অধ্যায় বইটি। মাধ্যমিক পর্যায়ে রসায়নের বেসিক গঠনে সহায়তা করার পাশাপাশি বোর্ড পরীক্ষায় এ প্লাস পেতে বইটি শিক্ষার্থীদের এগিয়ে রাখবে।