সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ ঐশীগ্রন্থ কুরআনুল কারিমের পাতায় পাতায়ও নবীদের জীবন অঙ্কিত। তা থেকে এ সত্য স্পষ্ট হয়ে যায় যে, হেদায়েতের জন্য নবীদের জীবনের বিকল্প নেই। কুরআনুল কারিমে বর্ণিত পূর্ববর্তী নবী ও জাতির আলোচনা নিয়ে স্বতন্ত্র ও মৌলিক অনেক কাজ হয়েছে। সর্বদিক বিবেচনায় মাওলানা হিফযুর রহমান সিওহারভি রহ. এর 'কাসাসুল কুরআন' একটি অনন্য গ্রন্থ। তা সত্ত্বেও সাধারণ পাঠকের কাছে তার থেকে বিষয়বস্তু গ্রহণ একটু কষ্টসাধ্য। তা কয়েকটি কারণে- ১. আলোচনার দীর্ঘতা। ২. আলোচিত বিষয়ের উত্থাপিত সমস্ত সমালোচনা ও আপত্তির দালিলিক সমাধান। ৩. নাম, পরিচয় ও ভৌগলিক অবস্হান সম্পর্কে দীর্ঘ বিশ্লেষণ। ৪. জায়গাবিশেষ আলোচনার বিক্ষিপ্ততা। তাই, উপকারী এই গ্রন্থটি সাধারণ পাঠকের প্রয়োজনের চিন্তা মাথায় রেখে সংক্ষিপ্ত ও সুবিন্যস্ত কলেবরে প্রকাশের উদ্যোগ নেওয়া হয়। আশা করি, পাঠকের কাছে তা তুলনামূলক সহজ ও উপকারী বলেই বিবেচিত হবে। বইটির পূর্ণতাদানে বিভিন্নভাবে যাদের থেকে সাহায্য পেয়েছি, তারা হলেন, মুফতি ফিরোজ আহমাদ, মাওলানা আল আমিন, মাওলানা ইউনুস আহমাদ, মাওলানা আনসার আলী, জহুরুল ইসলাম, স্নেহের তাহসিন আহমাদ ও সাকিব রাজ। সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।