ব্যবসায় স্থাপন, পরিচালনা ও সম্প্রসারণের জন্য অর্থের যে প্রয়োজন রয়েছে, সেটা অন্য কিছু দিয়ে পূরণ করা সম্ভব নয়। অর্থের বিকল্প একমাত্র 'অর্থ' পদ্ধতিকে' নির্বাচন করতে হয়। তাই অর্থের প্রয়োজন পূরণের জন্য ব্যবসায় প্রতিষ্ঠানকে সচেষ্ট হতে হয় এবং সর্বোত্তম 'অর্থায়ন অর্থায়নের কাজটি শুধু বড় বড় ব্যবসায় প্রতিষ্ঠানকেই করতে হয় বিষয়টি এমন নয়। ছোট-বড় সকল প্রতিষ্ঠানেই অর্থায়নের প্রয়োজন রয়েছে। একমালিকানা প্রতিষ্ঠান যার মালিক মাত্র একজন, সেখানেও ব্যবসায় শুরু করতে এবং পরবর্তীতে ব্যবসায় সম্প্রসারণ করার জন্য তহবিল সংগ্রহের প্রয়োজন হয়। আবার বৃহদায়তন লিমিটেড কোম্পানি যার মালিক হাজার হাজার শেয়ারহোল্ডার সেখানেও তহবিল সংগ্রহের প্রয়োজন হয়। তবে দুই ক্ষেত্রের অর্থায়নের প্রকৃতি ও উৎস যে ভিন্ন হবে সেটা আমরা সহজেই অনুমান করতে পারি। আমরা অনার্স পার্ট-১-এ 'অর্থসংস্থান নীতিমালা' বিষয়টি পড়েছি, আর এ বিষয়টির নাম 'Financial Management' বা আর্থিক ব্যবস্থাপনা। দেশে ও দেশের বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এ কোর্সটি 'Corporate Finance' বা 'Managerial Finance' নামেও পড়ানো হয়ে থাকে। 'Corporate' শব্দটির অর্থ 'আইন দ্বারা সৃষ্ট' আর 'Corporation' শব্দটির অর্থ 'আইন দ্বারা সৃষ্ট প্রতিষ্ঠান'। লিমিটেড কোম্পানি বা যৌথ মূলধনি কোম্পানি সুনির্দিষ্ট আইন দ্বারা সৃষ্ট এবং সেই আইনের বিধান দ্বারা পরিচালিত হয় যেমন- বাংলাদেশে ১৯৯৪ সালের কোম্পানি আইন। তাই Corporate Finance বলতে যৌথ মূলধনি কোম্পানির অর্থায়ন বুঝানো হয়। এ কোর্সে আমরা যৌথ মূলধনি কোম্পানি বা Public limited কোম্পানির অর্থায়নের সাথে জড়িত যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করব।