শোষক আর শঠতার বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম, জাতির পিতা বঙ্গবন্ধু একটি আলোর শিখা জ্বলছে অবিরাম। সত্য সুন্দর শান্তির প্রতীক, দেশ মাটি মানুষকে ভালোবেসে, কিংবদন্তীর অকুতোভয় নিঃস্বার্থ দেশপ্রেমিক। জননীর আদরের খোকা, প্রিয়তমা স্ত্রী রেণুর ভালোবাসা, সন্তানের মমতার বাঁধন ছিন্ন করে হৃদয়ে স্থান দিলে বাঙালি জাতির মুক্তি সংগ্রামকে। শতাব্দীর মহীরুহ সূর্যসৈনিক, স্বাধীনতার সুখে পূর্ণজীবন - ধন্য চারদিক। সমাজের লাঞ্চিত, বঞ্চিত মানুষের প্রেমিক, সত্য সুন্দরের জন্য লড়াই ঘোষণা করে জীবন যুদ্ধে জয়ী সাহসী নাবিক। মাতৃভাষার সম্মান রক্ষার্থে আন্দোলনের উজ্জ্বল নক্ষত্র তুমি শেখ মুজিব, বাঙ্গালির প্রাণে অতন্দ্র প্রহরী চিরঞ্জীব। আমাদের মুক্তিযুদ্ধকে নিয়ে লেখা হয়েছে অসংখ্য কবিতা, ছড়া, গল্প, অনুগল্প, উপন্যাস, গান, নাটক ও প্রবন্ধ। এই গ্রন্থে বরেণ্য লেখকদের প্রতিনিধিত্বশীল প্রবন্ধসমূহ দেয়ার চেষ্টা করেছি। নিশ্চয়ই পাঠক বইটি পড়ে আপ্লুত হবেন। কন্টকাকীর্ণ কী ভীষণ দুঃসময়কে সঙ্গী করে, পরাধীনতার শিকল ভেঙ্গে, জনতার মিছিলে আগুনের পরশমণি ছোঁয়ালে অন্তরে অন্তরে। আমরা কোটি কোটি তরুণ প্রাণ, অবাক বিস্ময়ে শুনছি তখন শ্লোগানে শ্লোগানে মুখরিত ঐতিহাসিক সোহ্রাওয়ার্দী উদ্যান, বজ্রকণ্ঠের জাহাজ মাস্তুলে সাহসী নাবিক চির অম্লান। স্বপ্নের রূপকার, স্বাধীন বাংলাদেশের স্থপতি বাঙালি জাতির প্রেরণা শতাব্দীর সূর্যসন্তান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দৃপ্ত শপথে করেছো উচ্চারণ 'এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম' অভিবাদন, বঙ্গবন্ধু তোমাকে শত জনমের অভিবাদন। মহান স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে, মুজিববর্ষে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষ্যে 'চয়ন প্রকাশন' হতে 'বঙ্গবন্ধু: স্থপতি তুমি বাংলার' গ্রন্থটি প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত।